Quotes

বড় বোন নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা

আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের এ পোস্টে আপনারা জানতে চলেছেন বড় বোনকে নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা ।

ভাই বোন মানে এমন এক সম্পর্ক, যা শত ঝগড়ার পরেও কখনো ভালোবাসা কমে না। একজন বোন খুব ভাল করেই জানে, কিভাবে তার ছোট ভাই বোনদের আগলে রাখতে হয়।

বড় বোন মানে মায়ের পরে আরেক মা। যে কখনো মা পাশে না থাকার অনুভব বুঝতে দেয় না।

তো চলুন দেখে নেয়া যাক বড় বোন নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা ।

বড় বোন নিয়ে কিছু উক্তি

>এ পৃথিবীতে আপনার বাবা মা এর পরে উপরওয়ালার দেওয়া শ্রেষ্ঠ উপহার হল আপনার বড় বোন।

>বড় বোন মানে যে সুখে দুখে সব সময় আগলে রাখে ।

> বড় বোন মানে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার ।

> বড় বোন মানে সব সময় আগলে রাখা।

> বড় বোন মানে যে তোমাকে কষ্ট দেয়, আবার সে ই সে কষ্ট ভাগ করে নেয়।

>বড় বোন মানে প্রত্যেকটা ভাইয়ের কাছে কলিজার টুকরা ।

>ভাই বোন মানে আল্লাহর দেওয়া একটি নেয়ামত যা কখনোই ছিন্ন হবার নয় ।

>বোন মানে সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ একটি গিফট যা সবার ভাগ্যে থাকে না।

> বোনের মতো ভালো বন্ধু আর কেউ নেই ।

> বড় বোন মানে সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার ।

ভাই বোনের কষ্টের স্ট্যাটাস

> বড় বোন মানে তার কাজের দায়িত্ব গুলো ছোটদের প্রতি জোর করে চাপিয়ে দেওয়া ।

> বড় বোন মানে দ্বিতীয় মায়ের স্পর্শ।

> পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে ভাইবোনের সম্পর্ক যা কখনো বিচ্ছেদ হয় না ।

> ভাই বোনের ভালবাসার সাথে অন্য কারো ভালোবাসার তুলনা হয় না ।

>বোন মানে অনেক ছোট্ট একটা শব্দ কিন্তু অনেক বড় পাওনা।

>বড় বোন মানে মন খুলে যেকোনো কথা বলা

>বড় বোন মানে সবকিছুর ভাগ দেওয়া। বড় বোন মানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস।

>বড় বোন মানে মায়ের বকুনি থেকে রক্ষাকারী ।

>বড় বোন মানে শত বিপদ আপদে পাশে থাকা।

ভাই বোনের ভালবাসার স্ট্যাটাস

>বড় বোন মানে সে খানে থাকে ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা।

>বড় বোন মানে ভালোবাসার আরেক নাম \ কারণে অকারণে ঝগড়া করা।

> তোমার কষ্টের প্রতিদান সবচেয়ে ভালো দিতে পারবে তোমার বড় বোন।

> বড় বোন মানে এক আদরের শাসন যে কোনোদিনও ভুল পথে হাঁটতে দেয় না ।

> বড় বোন মানে সবসময় মায়ের প্যাচএ প্যাচ লাগানো।

> বড় বোন থাকা মানে অর্ধেক পৃথিবী আমার।

>বড় বোন হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা ।

>ছোট ভাই-বোনের কষ্ট দেখে বড় বোন এর বুকফাটা কান্না ।

>একমাত্র বোনই তারে খারাপ সময় কে ভালো বানাতে এবং ভালো সময় কে স্মরণীয় করে রাখতে পারে ।

> বোন মানে ঝগড়া না করলে পেটের ভাত হজম না হওয়া ।

ভাই বোনের ভালোবাসা নিয়ে কবিতা

চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন

সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।

চিন্তাধারার ভিন্নতা থাক, হোক না ঝগড়াঝাটি

তবু তাদের মাঝেই পাবে অকৃত্রিম খুনসুটি।

দূরত্বটা যতই থাকুক, অভিন্ন আত্না

আপন মাঝেই তাদের পাওয়া সকল পূর্নতা।

সুসময়ে ছায়ার মতো যদিও থাকে পাশে,

বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।

বায়না তাদের হরেক রকম, আবদারের পসরা

মিললে ভালো, না মিললেও নেই তেমন ঝামেলা।

গ্রহণ লাগুক চন্দ্রে সূর্যে; ভাইয়ে বোনে না

রক্ত তাদের বলে কথা, এক যে তাদের মা।

সম্পর্কটা অটুট থাকুক, অটুট বন্ধন

সুভাষ ছড়ায় ভাইয়ে-বোনে, যেন চন্দন।

পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে

সম্পর্কের গভীরতা মাপুক বিশ্বলোকে।

7 Comments

  1. Do you have a spam problem on this blog; I also am
    a blogger, and I was curious about your situation; many of us have developed some nice practices
    and we are looking to exchange strategies with others, why not
    shoot me an e-mail if interested.

  2. Hello to all, how is all, I think every one is getting more from this web site, and
    your views are fastidious designed for new viewers.

  3. Please let me know if you’re looking for a writer for your blog.
    You have some really great posts and I think I would be a
    good asset. If you ever want to take some of the load off, I’d love to write some articles for your
    blog in exchange for a link back to mine. Please blast me an email if
    interested. Regards!

  4. An interesting discussion is definitely worth comment.
    I do believe that you ought to write more about this subject
    matter, it may not be a taboo matter but generally people do not talk about these issues.
    To the next! All the best!!

  5. Hello terrific blog! Does running a blog like this take a great deal of work?
    I’ve virtually no expertise in coding but I was hoping to start my own blog
    in the near future. Anyways, should you have any suggestions or
    tips for new blog owners please share. I understand this is off subject
    however I simply needed to ask. Kudos!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *