Quotes

শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি স্ট্যাটাস এবং কবিতা

মৃত্যু ! এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা এ পৃথিবীর কোন প্রাণীর নেই। প্রত্যেক প্রাণী রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ।(সূরা: আল ইমরান, আয়াত: ১৮৫)

আমাদের জীবনকে সুন্দর ভাবে গড়িয়ে তোলার জন্য একজন শিক্ষকের অবদান কখনোই বলে শেষ করা সম্ভব না।শিক্ষক মানে মূলত জীবনের পথ প্রদর্শন , অন্ধকারের পথ কে আলোকিত করা। একজন শিক্ষকের মৃত্যু মানে ছাত্রের ভবিষ্যৎ জীবনের সকল দিক বন্ধ হয়ে যাওয়া।

আল্লাহ তাআলা সৃষ্টি করেন আবার আল্লাহ তাআলাই মৃত্যু দেন । প্রাণীর জন্ম হলে তার মৃত্যু নিশ্চিত । এটা আমার আপনার সবারি মেনে নিতেই হবে । যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমরা এ দুনিয়ায় আছি তাই আমাদের পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এবং নেক আমল করতে হবে ।

আপনি আপনার প্রিয় শিক্ষকের মৃত্যু নিয়ে শোক কাটিয়ে না উঠতে পারলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনার মনটা অনেক হাল্কা লাগবে ।

শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি

পৃথিবীতে মা-বাবার পরেই শিক্ষকের স্থান। আর পৃথিবীতে সম্মানিত ব্যক্তিদের মধ্যে শিক্ষক হলেন একজন। একজন শিক্ষকের মৃত্যু মানে তার ছাত্রের একটি অঙ্গ হারিয়ে ফেলার মত কষ্টকর । শিক্ষক মারা যায় কিন্তু তার ভালোবাসা এবং স্মৃতি কখনো মারা যায় না একজন ছাত্রের কাছে ।

>একটি জাতিকে নির্ভুলভাবে গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর হলেন সাধারণ একজন শিক্ষক ।

>শিক্ষকের মৃত্যু মানেই ছাত্রের একটি অঙ্গ হারানোর সমতুল্য ।

>শিক্ষক আমাদের মা বাবার মত লালন-পালন করেন । তারা এই জীবনে আমার পাশে থাকুক বা পরের জীবনে আমার জন্য অপেক্ষা করুক।

>পৃথিবীর মাঝে সম্মানের ব্যক্তি হচ্ছে শিক্ষক । একজন সাধারণ মানুষের মৃত্যু হলেও শিক্ষকের মৃত্যু হয় না । সে প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর বুকে আ-জীবন বেঁচে থাকে ।

>প্রতিটি শিশুর জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন তার মা ।

>একজন শ্রেষ্ঠ এবং মহান শিক্ষকের সবসময় নিজস্ব কিছু অভাবনীয় গুন থাকে এবং শুধু গুণ থাকলেই হবে না ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়ার দক্ষতা থাকতে হবে ।

>মাঝারি মানের শিক্ষক শুধু বলেন, ভালো মানের শিক্ষক বুঝিয়ে দেন আর শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান ।

>পৃথিবীতে যতসব প্রযুক্তি সেগুলো শুধু সরঞ্জাম মাত্র, এগুলো সঠিকভাবে ব্যবহার ও অনুপ্রেরণার মূল চাবিকাঠি হলেন শিক্ষক ।

>একজন শিক্ষকের দায়িত্ব হলো তিল তিল করে গড়ে তোলা, তিনি একবার তার দায়িত্বে অবহেলা করলে তার ছাত্ররা সারা জীবন অবহেলিত হয়ে পড়বে ।

>একজন শিক্ষকের ওপর তার বিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে, এটি কখনোই অবহেলা করা উচিত নয় ।

মাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

মৃত শিক্ষককে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

মৃত্যু হলো কঠিন ! এবং বাস্তব যা সবার জন্য অবধারিত, কিন্তু মৃত্যুটা খুবই কষ্টসাধ্য কর কিন্তু এটাই সত্য। যদি আমরা না চাই তবু মৃত্যু আমাদের পাকড়াও করবে। নিম্নে শিক্ষকের মৃত্যু নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হলো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

>হে আমার শ্রদ্ধেয় শিক্ষক , দিয়েছো এগিয়ে চলার প্রেরণা_

যা সঞ্চার করেছে মোর জীবনে , নব চেতনার উদ্দীপনা।

> মানবজাতি দিয়েছে শিক্ষকের ,সম্মান পিতা-মাতার পরে তার স্থান_

মায়ের কোলে শিক্ষা সাধন , শিক্ষাগুরুর প্রতি মর্যাদা গাঁথন।

> শিক্ষা মোদের মনের শক্তি , কলমের মোদের হাতিয়ার_

মোদের মনে শিক্ষার আলো , শিক্ষকের দ্বারা তৈয়ার।

> শিক্ষক বিনা কোন মানুষ , হতে পারে না বিদ্বান_

তাইতো জীবন গড়ার তরে, তাদের শ্রেষ্ঠ অবদান।

> শিক্ষার আলো পেয়ে মোরা , হয়েছি বড় ভাগ্যবান_

শিক্ষার মশাল যুগ যুগান্তর , হয়ে রবে দীপ্তমান।

>অজ্ঞ-মূর্খ অন্তরে সাদা, দিয়েছো শিক্ষার দীপ্ত-আলো_

ক্ষয়িষ্ণু ব্যতীত ভগ্ন হৃদয় , তোমার পরশে হয় ভালো।

মৃত বাবাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস ,কবিতা ও ছন্দ

শিক্ষকের মৃত্যু নিয়ে কবিতা

মানব জাতি দিয়েছে শিক্ষকের সম্মান_

পিতা-মাতার পরে তাঁর স্থান।

মায়ের কোলে শিক্ষা সাধন_

শিক্ষাগুরুর প্রতি মর্যাদার গাঁথন।

অজ্ঞ-মূর্খের অন্তরে সদা_

দিয়েছ শিক্ষার দীপ্ত আলো,

ক্ষয়িষ্ণু ব্যাথিত ভগ্ন হৃদয়

তোমার পরে হয় ভালো/

হে আমার শ্রদ্ধেয় শিক্ষক,,

আপনি যে এক শীতল পাবন,

যা দিয়ে অজস্র শিক্ষাথীর

অস্থিরতা হয়েছে দমন।

হে মোর প্রিয় শিক্ষক!

দিয়েছ এগিয়ে চলার প্রেরনা_

যা সঞ্চার করেছে মোর জীবনে

নব চেতনার উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *