newsTips

নিজের আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

নিজের NID কার্ড দিয়ে কয়টি সিম এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা যদি জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্যই। কেননা এই পোষ্টের মাধ্যমে আমি আলোচনা করব আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

বর্তমান সময়ে কোনো সিম ব্যবহার করার জন্য প্রথমত সিম টিকে রেজিস্ট্রেশন করতে হয়। সিম টি কে রেজিস্ট্রেশন করার জন্য একটা পার্সোনাল NID কার্ডের প্রয়োজন হয় । কিন্তু আপনার নিজের NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন তা অনেক সময় ভুলে যান । তাই আমি আজকের এই পোস্টটি সাজিয়েছি আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সে গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেয়া যাক :-

সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

বর্তমান সময়ে সিম রেজিস্ট্রেশন করা ছাড়া ব্যবহার করা অনুপযোগী। সিম ব্যবহার করতে হলে সর্বপ্রথম আমাদের সিম টি রেজিস্ট্রেশন করতে হয় । এই সিম রেজিস্ট্রেশন করার জন্য অনেকেই নিজের NID কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে ।

একটি ভোটার আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করা যায়। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যদি না জানেন তাহলে এই পোস্টটি আপনাকে অনেক সাহায্য করবে । আপনার ভোটার আইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জেনে রাখা গুরুত্বপূর্ণ কেননা আপনি বুঝতে পারবেন আপনার অজান্তে কোন অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কিনা ।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

সিম কার NID দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন । তাহলে সকল কিছু অতি সহজেই বুঝতে পারবেন । আপনি যেকোন সিমের গ্রাহক হয়ে থাকেন না কেন, সকল সিম রেজিস্ট্রেশন গুলো দেখতে পারবেন ।

আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন ।

সেজন্য আপনাকে *16001# ডায়াল করতে হবে। নাম্বারটিতে ডায়াল করার জন্য কোন প্রকার চার্জ কাটা হবে না। নম্বরটি ডায়াল করার পর আপনার জাতীয় পরিচয় পত্রের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা দিয়ে Ok করতে হবে। তাহলে আপনি জানতে পারবেন আপনার নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।

নিবন্ধিত সিম নাম্বার জানার উপায়

আমরা মোবাইলে কথা বলার জন্য সিম ব্যবহার করে থাকি । সিম এর পূর্ণ নাম হল সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। একটি সিম ব্যবহার করতে হলে সর্বপ্রথম এখন ওই সিমটিকে রেজিস্ট্রেশন করতে হয়। সিমটি কার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে অনেক সময় এটা ভুলে জান। আজকে আমি দেখাবো সিম কার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানার কোড।

আপনার সিমটি প্রিপেইড ও পোস্টপেইড যেই সিমওই হোক না কেন সকল সিমের নাম্বার দেখাবে। তবে নাম্বারগুলো সম্পূর্ণ আপনাকে দেখাবে না। প্রতিটি নাম্বারের শুরুর তিন ডিজিট ও শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক দেখতে অনেকটা এরকম হবে +88017****121 .

*16001# ডায়াল করার পর আপনাকে যা করতে হবে।

গ্রামীন সিম: গ্রামীণফোন টাইপ “info” সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ “Reg 17 Digit NID Number” সেন্ড করুন 4949 এই নাম্বারে ।

রবি: রবি সিম এর ক্ষেত্রে *1600*3# এবং *1600*1# দায়াল করুন।

এয়ারটেল: *121*4444# ডায়াল করুন ।

বাংলালিংক: *1600*2# এবং ডায়াল *1600*1#

টেলিটক: টেলিটক টাইপ “info” সেন্ড করুন 1600 এই নাম্বারে ।

এই সেবা নেওয়ার জন্য কোন প্রকার চার্জ কাটা হবে না। অর্থাৎ আপনি এটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন।

শেষ কথা : আশা করি সম্পূর্ণ পোস্ট টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোন অংশ না বুঝে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন । ধন্যবাদ__

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *