Status

ভালোবাসা দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

সারা বিশ্বে প্রতিবছর ব্যাপকভাবে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস (14ই ফেব্রুয়ারি)। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে পৃথিবীব্যাপী তরুণ-তরুণীরা স্মরণীয় করে রাখার জন্য ভালোবাসা দিবস স্পেশাল দিন হিসেবে পালন করে থাকে। এই বিশ্ব ভালবাসা দিবস তরুণ-তরুণীদের কাছে এর অনন্ত আকর্ষণীয় দিন।

এই দিনটিকে সুন্দর ও স্মৃতিময় হিসেবে গড়ে তোলার জন্য কিছু উক্তি ও স্ট্যাটাসের প্রয়োজন। তাই আপনি আপনার পছন্দমত এখান থেকে যেকোনো উক্তি বা স্ট্যাটাস কপি করে আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে পারেন।

ফ্রি টাকা ইনকাম করার নিয়ম

ভালোবাসা দিবস নিয়ে উক্তি

> মনের আকাশে চাঁদ হয়ে চলো ভাশি, তোমার মুখে ফোটাবো আমি চাঁদের মত হাসি।

> জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হল মধুস্বরূপ।

> যদি আজ আমি এটা বুঝি যে, সত্যি কারের ভালোবাসা কি, তাহলে সেটা অবশ্যই তোমার জন্য।

> তোমার ব্যথায় যে ব্যথিত হয়, সেই তোমাকে ভালোবাসে।

> দুটি মন একটি আশায় এরই নাম ভালবাসা।

> ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

> যখন তুমি কাউকে ভালবাসো তখন তুমি তাকে পুরোটা দিয়েই ভালোবাসো।

> মন থেকে কাছে ডেকো, ফিরে আসব অবশ্যই আবারো।

> এমন কাউকে ভালবাসবে যার কাছে তুমি অসাধারণ।

> ভালোবাসা হল দুইটি হৃদয়ের বন্ধন, যেখানে একটি ছাড়া অন্যটি অচল।

> কারোর প্রথম ভালোবাসা হওয়া ভালো কিন্তু, শেষ ভালোবাসা হওয়া আরও অনেক ভালো।

প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা

** ভ্যালেন্টাইন একটি সুন্দর এবং পবিত্র দিন। সব প্রেমিক প্রেমিকার জন্য ভ্যালেন্টাইন একটি সুন্দর দিন, আজকের দিনটি তোমার জন্য উৎসর্গিত। কারণ তুমি আমার মিষ্টি সুইটহার্ট।(হ্যাপি ভ্যালেন্টাইনস ডে)

** তুমি শুধু একবার বলো ভালোবাসি, কখনো হারাতে দেবনা তোমার ওই মুখের মিষ্টি হাসি, হোক না যতই ঝড় বৃষ্টি তোমার গহীন মনে, জমতে দেব না এক ফোঁটাও জল তোমার চোখের কোনে।_(হ্যাপি ভ্যালেন্টাইনস ডে)

** ভালোবাসা হলো এক অদ্ভুত অনুভূতি। যেই অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো সম্ভব না। আর কাউকে ভালবাসলে সেটা তাকে না বলেও থাকা যায় না। ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবেসেছি কিন্তু বোঝাতে পারবো কিনা জানিনা। I Love You প্রিয়তমা।

** আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজকের এই দিনটা প্রিয়জনের জন্য, তবে অন্যদের ভালোবাসা ভিন্ন রকম হতে পারে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় একইরকম থেকে যাবে।

** আজকের এই ১৪ই ফেব্রুয়ারি বছরের এমন একটি দিন, এই দিনে সবাই বলে আমি তোমাকে ভালবাসি তবে, আমি তোমাকে প্রতিদিন এবং প্রতি মুহুর্তে ভালোবাসি। I love you my sweetheart.

কিস ডে নিয়ে স্ট্যাটাস

ভালোবাসা দিবসের স্ট্যাটাস

ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,
জান আমার জান, তুমি আমার প্রাণের প্রাণ
_~(হ্যাপি ভ্যালেন্টাইনস ডে)~_

ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন বয়স নেই
ভালবাসার জন্য নির্দিষ্ট কোন সময় নেই,
ভালোবাসা সর্বকালের সর্বজনীন
_~(হ্যাপি ভ্যালেন্টাইনস ডে)~_

যে ভালোবাসা যত গোপন
সেই ভালোবাসা ততই গভীর,
কিন্তু আজ আমি তোমাকে বলবো
আই লাভ ইউ প্রিয়তমা
_~(Happy Valentine’s Day)~_

ভালো একবার যখন বেসেছি
ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশে আছি
এভাবেই থাকবো চিরকাল।
_~(শুভ ভালোবাসা দিবস)~_

দূর নীলিমায় রয়েছি তোমার পাশে
খুজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে,
শোনাবো না কোন গল্প, গাইবো শুধু গান
যে গানে খুজে পাবে ভালোবাসা টান।
_~(Happy Valentine’s Day)~_

ভালোবাসা নিয়ে কষ্টের উক্তি

ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি

আপনি যদি ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তিগুলো সন্ধান করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে উক্তিগুলো নিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তিগুলো।

> হৃদয়ে একটু জায়গা দিন হুজুর, আপনি তো আমার মনে জায়গা করে নিয়েছেন।

> প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর।

> যেখানে প্রকৃত ভালোবাসা আছে সেখানেই সুখ আছে।

> অংক করতে যেমন সূত্র জানা দরকার তেমনি, বাঁচতে হলে ভালোবাসাও দরকার।

> বিশ্বাস ভালোবাসাকে খাঁটি এবং মজবুত করে।

> কেউ ভালোবাসা পেলে সে সুখ ছাড়া বেঁচে থাকতে পারে।

> ভালোবাসা শুধু একটা শব্দ মাত্র, যতক্ষণ না সেটাকে কোন বিশেষ মানুষ এসে অর্থ না দেয়।

> ঘুমানোর আগে তোমাকেই ভাবি, ঘুম থেকে উঠার পরেও তোমাকেই ভাবি।

> যতবারই আমি তোমার থেকে যায় দূরে, ততবারই কষ্ট হয় আমার এই মনে।

ভালোবাসা দিবস নিয়ে কবিতা

ভালোবাসা দিবস এর কবিতাগুলো প্রেমিক-প্রেমিকারা একে অন্যের কাছে শেয়ার করে থাকে। তাই তরুন তরুণীদের কথা ভেবে ভালোবাসা দিবস নিয়ে কবিতাগুলো তুলে ধরা হলো। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোন কবিতা আপনার প্রিয় মানুষের মাঝে শেয়ার করতে পারেন।

কবিতা
ভুলে যদি যাও আমায়
করবো না তোমায় বারণ_
আমায় কেন রাখবে মনে
আছে কি কোন কারণ?
তবু যদি পড়ে মনে
আমায় একটি বার_
মনে থেকে কাছে ডেকো
ফিরে আসব অবশ্যই আবার।

ভালোবাসা দিবসের কবিতা
নীল আকাশে আজ
ভালোবাসার বাতাস~
তুমি দূরে গেলেই আমার
থেমে যায় নিঃশ্বাস।
ঝড় ঝাপটা যতই আসুক
থাকবে তুমি পাশে~
দুজন মিলে তারা হব
নীলিমার ঐ আকাশে।
যাব নাগো দূরে গভু
রাখবো হাতে হাত~
তুমিও আমায় রাখবে আগলে
এটাই আমার বিশ্বাস।

কবিতা
ভালোবাসা মানে এক মুঠো রোদ
বসন্তের ওই হাওয়া~
ভালবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী হাওয়া।
ভালোবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি~
ভালোবাসা মানে সব সীমা ছাড়িয়ে
শুধু তুমি আর আমি।

ভালোবাসার কবিতা
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ

ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত~_
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে স্বয়নে স্বপনে
দিও না হৃদয় থেকে দূরে সরিয়ে~_
ভালবাসা নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ঘাসের মতো পবিত্র।
কিন্তু সময়ের কাছে আমি পরাজিত
বাস্তবতার কাছে আমি যে অবহেলিত~_
তবু যে আমি তোমায় ভালোবাসি
_~(হ্যাপি ভ্যালেন্টাইনস ডে)~_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *