Quotes

মৃত বাবাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস ,কবিতা ও ছন্দ

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি। জীবনে সব কিছু মিথ্যে হতে পারে কিন্তু মৃত্যু কখনো মিথ্যে হতে পারে না । প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ।

এই মৃত্যু হল এমন এক অতিথি যে দরজার সামনে এসে দাড়ালে তাকে ফিরিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব না ।আজকের এ পোস্টে আমরা জানবো মৃত বাবাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ।

বাবাকে নিয়ে উক্তি

>একজন বাবা তার সন্তানের জন্য কতটুকু অবদান রেখে যান, তা চুলচেরা হিসাব কোনদিন কেউ বের করতে পারবেনা।

>বাবার পা কি অন্য সবার চেয়ে দ্রুত চলে? না হলে এতটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে আগলে রাখেন বাবা।

>বাবার চোখ দেখতে প্রায় কল্পনার অতীত কোন দূরত্ব, তাই তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন।

>একজন বাবা কখনোই বলে না যে, সে তোমাকে ভালোবাসে. বরং দেখিয়ে দেন সে তোমাকে কতটা ভালোবাসে।

>বাবা মানে শেষ বিকেলের বট গাছের ছায়ার মত। সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে আগলে রাখে।

>একজন বাবা তার সন্তানের জন্য যে অবদান রেখে যান, তার হিসাব কোনদিন বের করতে পারবেনা।

>একজন বাবা সংসারের সকল কষ্টের দিনগুলো নিজের ভেতর লুকিয়ে রাখে।

বাবাকে নিয়ে ভিন্ন মনীষীদের উক্তি

>বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজের সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না।-রেদোয়ান মাসুদ

>বাবা হলেন সবচেয়ে সাধারণ পুরুষ যারা প্রেমের দ্বারা নায়ক, দুঃসাহসিক, গল্পকার এবং গানের গায়কে পরিণত হয়।-পাম ব্রাউন

>একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য, তার ভালোবাসা অপ্রকাশিত, কিন্তু তার যন্ত্র এবং সুরক্ষা আমাদের সারা জীবন শক্তি হিসেবে রয়ে গেছে।-আমা এইচ ভানিয়ারাচ্চি

>আমার বাবা আমাকে সেই মহদ জিনিসটা দিয়েছে, যা খুব কম লোকই কাউকে দিতে পারে তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন।-জিম ভালভানো।

>মেয়েদের কাছে বাবা মানেই ভালোবাসার আরেক নাম।-ফ্যানি ফার্ন।

>আমার বাবা আমাকে আমার স্বপ্ন দিয়েছিলেন। তাকে ধন্যবাদ, আমি একটি ভবিষ্যত দেখতে পাচ্ছিলাম।-লিজা মিনেলি

> প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনেই একজন অসাধারণ বাবার অবদান রয়েছে।– প্রবাদ

মাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

>যে কোন পুরুষই বাবা হতে পারে, তবে প্রকৃত বাবা হতে কয়জনই বা পারে ।

>বাবা শুধু একজন মানুষ নন। বাবার মাঝে জড়িয়ে আছে, বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।

>বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানের ভেতর এক অন্যরকম ভালোবাসার অনুভূতি জাগে।

>একজন বাবা হলেন নিজের ইচ্ছা কে চাপা দিয়ে সন্তানের ইচ্ছে পূরণ করা।-সংগৃহীত

>প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন।– প্রবাদ

>একজন সফল বাবা তার চেয়েও সফল এক জন্য সন্তান কে তৈরি করেন।-পিকচার কোটস

>যখন আমার বাবার আমার হাত ছিল না ,তারা আমার পিঠ ছিল।-লিন্ডা পয়েন্টড্রেসটার

>বাবা ছেলের ভালবাসা থেকে পৃথিবীর কোন কিছুই বড় হতে পারে না।

শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি স্ট্যাটাস এবং কবিতা

বাবার মৃত্যু নিয়ে কবিতা

প্রিয় বাবা

মোঃ সোয়াইব হোসেন

যখনই মনে পড়ে, বাবা তোমার কথা__

কষ্টে আমার বুক ফাটে, আর হবে না দেখা!

তুমি ছিলে আমার, সবচেয়ে বড় আপন__

আমায় নিয়ে তুমি, দেখেছ কতো স্বপন!__?

ছোট্ট বেলার স্মৃতিগুলো, কাঁদায় আমায় বেশী__

বাবা তোমায় আজো ভীষন ভালবাসি..।

আজকে তুমি নাই,ভীষন একা লাগে,__

ঘরে ফিরেই তুমি, খোকার খবর নিতে আগে..।

কই রে আমার খোকা, আয় রে আমার কোলে__

সেই বাবাকে কেমনে, আমি যাবো ভূলে।

আমার সুখের জন্য, ঝড়াইতেন শত ঘাম__

শোধ হবে না কখনও, তোমার সেই ঘামের দাম!

কপালে চুমু দিয়ে, মিষ্টি হাসি দিতেন__

তারপরে বাবা আমার, কোলে তুলে নিতেন।

কত দিন হয়ে গেল, দেখি না বাবার মুখ__

আজও ভূলতে পারি নি, বাবা হাড়ানোর শোক।

তোমার উপমা তুমি,, নয় ত কেউ সমান__

আজকে আমি হাড়ে হাড়ে, পাচ্ছি তার প্রমান..।

লিখতে গিয়ে চোখের কোনায়,পানি টলমল__

বাবার সব স্মৃতি, চোখে ভাসে জ্বলজ্বল..।

বাবা

সঞ্জয় সরকার

যেইদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা__

সেই দিনটি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা..?

বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা__

সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা..।

বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়া লেখা__

বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা..।

আজকে বাবার চুল পেকেছে গ্রাস করেছে জড়া__

তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা..।

বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি__

আজও তাকে আগের মতো অনেক ভালোবাসি..।

মৃত বাবাকে নিয়ে ছন্দ

বাবা তোমাকে খুব ভালোবাসি, সেটা হয়নি বলা__

তোমার হাত ধরে হয়নি বহুদূর পথ চলা। 

যেইদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা__

সেই দিনটি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা..?

বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি__

আজও তাকে আগের মতো অনেক ভালোবাসি..।

বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা__

সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা..।

2 Comments

  1. I’m extremely pleased to uncover this site. I need
    to to thank you for ones time just for this
    fantastic read!! I definitely appreciated every part
    of it and i also have you saved to fav to check out new
    stuff in your site.

  2. It’s hard to find knowledgeable people in this particular subject, but you seem like you know what you’re talking
    about! Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *