Tips

ওয়ার্ডপ্রেস ব্যবহার করার নিয়ম

ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে নানা ধরনের ফর্মুলা জানতে হবে  প্রথমত বলতে হচ্ছে ওয়ার্ডপ্রেস এ কাজ করতে হলে আপনার কিছু টাকা প্রয়োজন হবে । এক্ষেত্রে আপনার প্রথমত ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। কিন্তু এ কথা মাথায় রাখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য কোন প্রকার চার্জ দিতে হবে না। ওয়াডপ্রেস হলো এমন একটি  সফটওয়্যার যেখানে আপনি  ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় ।

 ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি_ 

 ওয়ার্ডপ্রেস হলো এমন একটি ওয়েবসাইট যা চাইলে যে কেউ অনায়াসে হালকা কিছু  কলাকৌশল শেখার মাধ্যমে  পরিচালনা করতে পারে।  ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য কোন প্রকার কোডিং শেখার প্রয়োজন হয় না ।  হয়তোবা আপনি কোন ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন তা কিভাবে শুরু করবেন বা কোন দিক থেকে শুরু করবেন তা নিয়ে খুবই চিন্তিত , তাই আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেসে  ব্যবহার  করার সকল খুঁটিনাটি সম্পর্কে ব্যাখ্যা করব । তো চলুন আর দেরি না করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সকল খুঁটিনাটি সম্পর্কে জেনে নেয়া যাক । 

  •   ওয়েবসাইট তৈরি করতে  আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে । যেমন ডোমেইনের নাম, হোস্টিং এর সাইট ইত্যাদি । এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে হলে আপনার এগুলো কিনতে হবে ।

  তো  এখন দেখবো ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আমাদের যা যা জানতে হবে__

 ওয়ার্ডপ্রেস কি ? 

 ওয়াডপ্রেস হল  : Content Management System   এর সংক্ষিপ্ত রূপ হল CMS |

 আরো সহজ পন্থায় বলতে গেলে বলা যায় ওয়ার্ডপ্রেস হল ওয়েবসাইট তৈরি করার একটি সফটওয়্যার । বর্তমানে সারাবিশ্বে  40 শতাংশ  এরও বেশি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয় । ওয়ার্ডপ্রেস দিয়ে অতি সহজেই যেকোন ওয়েবসাইট অনেক সুন্দর ভাবে তৈরি করা যায় । এছাড়া যারা  কম্পিউটার বা অনলাইন সম্পর্কে ধারণা খুবই স্বল্প তারা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে অতি সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবে ।

 ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে__

 ওয়েবসাইট তৈরি করতে আমাদের প্রথমত অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রয়োজনীয় ,তাহলো ডোমেইন এবং হোস্টিং

এই দুটি জিনিস হলে আপনি খুবই  সহজভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর জন্য আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে নুন্যতম পরিমান ধারণা রাখতে হবে ।

 তো চলুনআর দেরি না করে দেখে নেয়া যাক ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন হয়

  1.  ডোমেইন এর নাম।
  2.  হোস্টিং।
  3.  CMS  ।
  4.  ওয়ার্ডপ্রেস ইন্সটল।
  5.  ওয়ার্ডপ্রেস  প্লাগিন।
  6.  ওয়ার্ডপ্রেস থিম।

 1: ডোমেইন এর নাম_

 একটি ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য সর্বপ্রথম ডোমেইনের নাম নির্ধারণ করতে হবে ।  একটি কথা মাথায় রাখবেন ,আপনি যে  ডোমেইন ব্যবহার করবেন তা দিয়ে ইন্টারনেট ব্যবহারকারী আপনার ওয়েবসাইট সার্চ করবে। 

আর এই ডোমেইন আপনি যেকোন কোম্পানি থেকে আপনার পছন্দমত কিনতে পারেন। আপনি যে ডোমেইনের নাম ব্যবহার করবেন তা কিন্তু অন্য কোন ব্লগার তা ব্যবহার করতে পারবে না । এজন্যই আপনার ওয়েবসাইটটি সার্চ দিলে শুধুমাত্র আপনার ওয়েবসাইটটি পাবে ।

2 : হোস্টিং_

 হোস্টিং হলো সাধারণত একটি জায়গা । এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। ওয়েব সাইটটি তৈরি করতে যে জায়গার প্রয়োজন হবে সেটাকে বলা হয় মূলত হোস্টিং ।আপনি নিজের ওয়েবসাইটের জন্য যেখান থেকে জায়গা বা হোস্টিং কিনবেন, তাকে বলা হবে আপনার ওয়েবসাইটের হোস্ট (Host) ।  আর এই কথা মাথায় রাখবেন যে ,নতুন কোন ওয়েবসাইট  বানানোর জন্য (1  জিবি) \ ( 2 জিবি ) হোস্টিং নেওয়ার  চেষ্টা করবেন । 

3 : CMS_ কি?

 Content Management System  এর সংক্ষিপ্ত রূপ হল  CMS  .  একটি ওয়েবসাইট তৈরি করতে হলে দরকার হয় একটি কনটেন্ট, যার মাধ্যমে ওয়েবসাইটে  কনটেন্ট গুলো সহজ ভাবে সাজানো যায় । সিএমএস ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এখানে পোস্ট করা অত্যন্ত সহজ  ।  অপ্রকাশিত পোস্ট করল লিস্ট আকারে পাওয়া যায় এবং যেকোনো সময় উইথ বা সাজানো-গোছানো বা যে কোন রকম এডিটিং করা যায় ।

 সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় (CMS) হল : ওয়ার্ডপ্রেস (WordPress)

 বর্তমানে ইন্টারনেট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তার  40% ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে । তবে নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করা খুব বেশি কঠিন হবে না, তবে মনে রাখবেন ওয়েবসাইট তৈরি করতে একটি (CMS)  লাগবেই

4 : ওয়ার্ডপ্রেস ইন্সটল।

 আসলে ওয়াডপ্রেস ইনস্টল করা খুবই সহজ ।  হোস্টিং কেনার পর আপনাকে একটি সিপ্যানেল  তথা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে ।  সেখান থেকে আপনি দেখে দেখে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে পারবেন । 

 কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে যে । যখন আপনি ভিন্ন ভিন্ন কোম্পানি হতে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করেন ।  সেক্ষেত্রে আপনার হোস্টিং সিপ্যানেলে প্রথমে ডোমেইন যুক্ত করতে হয় এবং ডোমেইন প্যানেলে নেম সার্ভার আপডেট করতে হয় । 

 তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে তাই আলাদা আলাদা হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করলে আপনার আলাদা কিছু দক্ষতার প্রয়োজন হবে ।

5 : ওয়ার্ডপ্রেস  প্লাগিন _

 word press-plugins  তেমন বেশি গুরুত্বপূর্ণ না  । কিন্তু ওয়েবসাইট সুন্দরভাবে সাজানোর জন্য প্লাগিন এর ব্যবহার করা যায়।

যেমন আপনি একটি থিম ইন্সটল করলে আপনার সাইট থিমের মত দেখতে হয়ে যাবে । কিন্তু সেখানে টেস্ট বা লেখাগুলো আপনাকে আপনার নিজের মত করে সাজাতে হবে ।  

6 : ওয়ার্ডপ্রেস থিম_

 ডোমেইন-হোষ্টিং কিনলাম, ওয়াডপ্রেস ইনস্টল করলাম,  এরপরে ওয়েবসাইট তৈরি করতে আর কি কি লাগে?

 কোন চিন্তা করবেন না । আমিতো আছি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য ।

 এখনো কিন্তু আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ হয়নি  ।আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরে ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন  ।কিন্তু ভিজিট করলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটটি ডিজাইন ঠিকভাবে  করা নেই । কারণ আপনি সেখানে ওয়ার্ডপ্রেসের কোন থিম ইন্সটল করেননি ।

 ওয়েবসাইটটি সঠিকভাবে ডিজাইন করার জন্য, শুধুমাত্র একটি ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করলেই হয়ে যাবে । 

 কিছু কিছু থিম ডেভেলপাররা ফ্রিতে দিয়ে থাকে আবার কিছু থিম ব্যবহার করতে হলে আপনার কিছু অর্থের প্রয়োজন হবে । ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের ফ্রি থিম আছে। থিম ইনস্টল করার জন্য আপনাকে WordPress Dashboard  থেকে Appearance  অপশনে যেতে হবে । আর সেখানে  Theme  নামক একটি অপশন থাকবে সেখান থেকে আপনার ইচ্ছামত থিম ইন্সটল করতে পারবেন । 

  •  এই বিষয়গুলো নিশ্চিত হয়ে গেলে আপনি নিজের ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবেন।  আশা করি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এই বিষয়ে আপনার আর কোন প্রশ্ন নেই ।যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ__

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *