100 টি_ছোট ভাই নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

আসসালামু আলাইকুম, আমাদের আরো একটি পোস্টে আপনাদের স্বাগতম। আজকের এ পোস্টে আপনারা জানতে চলেছেন ছোট ভাই কে নিয়ে উক্তি , স্ট্যাটাস ,কবিতা ও ছন্দ । যা আপনাদের অনেক ভালো লাগবে।

আপনি যদি ছোট ভাইকে নিয়ে উক্তি ,স্ট্যাটাস ,কবিতা ও ছন্দ খুঁজে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্যই ।

তো চলুন দেখে নেয়া যাক ছোট ভাই কে নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা ও ছন্দ ।

ভাই নিয়ে উক্তি

> যার একজন ছোট ভাই আছে, সে জানে ছোট ভাই আল্লহর পক্ষ থেকে কত বড় একটি নেয়ামত ।

> সন্তানদের মধ্যে যে বড় হয় , তারা স্বভাবগতভাবেই অনুভব করে তার ছোট ভাইকে রক্ষা করা একটা নৈতিক দায়িত্ব ।

> ছোট ভাই একটা লাঠির মত, যেমন আপনি পড়ে গেলে লাঠি ভর করে উঠে দাঁড়ান। ঠিক তেমনি আপনি কোথাও চলে গেলে আপনার ছোট ভাই আপনার পরিবারকে আগলে রাখার চেষ্টা করে ।

> ছোট ভাইয়ের জীবন পথে বারবার  _বড় ভাইয়ের পথ অনুসরণ করে থাকে ,একেই বলে ছোট ভাই ।

> স্নেহের আরেক নাম ছোট্ট ভাই |_ বড় ভাইয়ের স্নেহ শাসন মায়াজালের ছায়া।

> ছোট ভাই মানে ,বড় ভাইয়ের কাছে একটা কলিজার টুকরা ।

> ছোট ভাই হল ছেলেবেলার একটা স্মৃতি যা কখনো হারাবার নয় ।

>ভালোবাসার আরেক নাম ছোট ভাই।

> আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন যিনি তার ভাইকে সাহায্য করেন।

>একজন মানুষ তার ভাইয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় ভালোবাসা আর কিছুই হতে পারে না।

ভাই নিয়ে ফেসবুক স্ট্যাটাস

> একজন বড় ভাইয়ের কাছে ছোট ভাই মানে সর্বদাই ছোট ভাইই! তা সে যতই অন্যায় করুক, ভুল করুক, তাদের মধ্যে যা কিছু হয়ে যাক, কিন্তু দিনশেষে ভাই সবসময় ভাইই থাকে।

>ছোট ভাইয়ের সাথে সম্পর্কটা বাইরে থেকে দেখে যতটাই “দা কুড়ুল” বলে মনে হোক না কেন, হৃদয়ের টানটা সবসময়ই অটুট থাকে।

> ছোট ভাই মানে হলো আদর, আবদার আর দুষ্টুমির খেলাঘর। আপনার দিনের সমস্ত অবসাদ, ক্লান্তি দূর করতে তার কিছু সময়ের দুষ্টুমিই যথেষ্ট।

> আপনার একজন ছোট ভাই আছে এর মানে আপনার একজন প্রিয় বন্ধু আছে ।

>ছোট ভাইয়ের কষ্ট দেখে বড় ভাইয়ের বুকফাটা কান্না ।

> ছোট ভাই মানে আল্লাহর দেওয়া একটি শ্রেষ্ঠ নেয়ামত যা কখনোই ছিন্ন হবার নয়।

>পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের ভালোবাসা।

>ছোট্ট ভাই মানে সবকিছু শেয়ার করা আর হিসেবে চেয়ে একটু বেশি নেওয়া।

ভাই নিয়ে ক্যাপশন

> ছোট ভাই হল ফেরেশতার মতো, পার্থক্য এটাই শুধু এদের পাখা দেখা যায় না।

>ছোট ভাই মানে এক প্রকার সন্তানই, আদর শাসন করে তাকে সঠিক পথ দেখিয়ে দেয়ার দ্বায়িত্ব শেষ অবধি বড় ভাইয়েরই।

> আমার ছোট ভাই আমার সেরা বন্ধু , যার স্থান কেউ দখল করতে পারবে না।

> ছোট ভাই মানে আলাদা একটি সাপোর্ট পাওয়া ।

> ভাই এর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই ।

>আপনাকে যে যত আদর স্নেহ করুক, বড় ভাইয়ের মত আদর স্নেহ কেউ কখনো করতে পারবে না।

>এ পৃথিবীতে আপনার বাবা মা এর পরে উপরওয়ালার দেওয়া শ্রেষ্ঠ উপহার হল আপনার ছোট ভাই।

> ছোট ভাই মানে ছোট একটি শব্দ কিন্তু অনেক আবদার।

ভাই সম্পর্ক কবিতা

চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন

সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।

চিন্তাধারার ভিন্নতা থাক, হোক না ঝগড়াঝাটি

তবু তাদের মাঝেই পাবে অকৃত্রিম খুনসুটি।

দূরত্বটা যতই থাকুক, অভিন্ন আত্না

আপন মাঝেই তাদের পাওয়া সকল পূর্নতা।

সুসময়ে ছায়ার মতো যদিও থাকে পাশে,

বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।

বায়না তাদের হরেক রকম, আবদারের পসরা

মিললে ভালো, না মিললেও নেই তেমন ঝামেলা।

গ্রহণ লাগুক চন্দ্রে সূর্যে; ভাইয়ে বোনে না

রক্ত তাদের বলে কথা, এক যে তাদের মা।

সম্পর্কটা অটুট থাকুক, অটুট বন্ধন

সুভাষ ছড়ায় ভাইয়ে-বোনে, যেন চন্দন।

পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে

সম্পর্কের গভীরতা মাপুক বিশ্বলোকে।

ভাই নিয়ে ছন্দ

>ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারন ।

>আল্লাহ তাকে সাহায্য করে, যিনি তার ভাইকে সাহায্য করে।

>বড় ভাই মানে নিজের হাসিখুশি খুব সহজেই উড়িয়ে দেওয়া।

> ছোট ভাই মানে কোন বিপদ আপদে ছোট খানি ভরসা পাওয়া।

>ছোট বোন মানে আমার পকেট থেকে টাকা চুপি করে সরিয়ে রাখা ।

>ভাইয়ের প্রতি ভালোবাসার চেয়ে আর কোন কিছু বেশি নয়। একইভাবে ভাইয়ের থেকে পাওয়া ভালোবাসা ও সবকিছুর থেকে শ্রেষ্ঠ হয়।

Leave a Comment