Quotes

বন্ধুত্ব নিয়ে কবিতা

বন্ধু শব্দটা দুই অক্ষরের হলেও এর গুরুত্ব টা কেবলমাত্র একজন প্রকৃত বন্ধুই বলতে পারে। সত্যিকারের বন্ধু যারা তারা শুধু আনন্দের সময়ই নয়, তারা কষ্টের সময়ও পাশে থাকে। আপনি যদি বন্ধু নিয়ে কবিতা খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক নিবন্ধটিতেই আছেন।

আজকের এই নিবন্ধে আপনি বন্ধু নিয়ে কবিতা গুলো জানতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোন কবিতা আপনার প্রিয় বন্ধুর মাঝে শেয়ার করতে পারেন। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বন্ধু নিয়ে কবিতা গুলো।

বন্ধুত্ব নিয়ে কবিতা

বন্ধু তুমি আপন হয়ে
বাধলে বুকে ঘর
কষ্ট পাবো আমায় যদি
করে দাও পর।
সুখের নদী হয় না যেন
দুখের বালুচর
সব সময় নিও বন্ধু তুমি
আমার খবর।

বন্ধু আমার অনেক দামি
সবচেয়ে সেরা বন্ধু তুমি।
বন্ধু আমার কষ্ট বোঝে
বন্ধু শুধু আমায় খোঁজে।
বন্ধু তুমি থাকলে পাশে
কাঁদে না এ-মন শুধুই হাসে।
বন্ধু আমার হাসি মুখে
যেন সারা জীবন বেঁচে থাকে।

বন্ধুত্বের স্মৃতি নিয়ে কবিতা

টুপটাপ বৃষ্টি জুড়ে কেবল একলা ভেজা
বন্ধুত্ব আছে মন জুড়ে তাজা।
সকলে হারিয়াছে বহুদূরে সময়ের সাপেক্ষে
কোথাও খুঁজে কেউ কাউকে অপেক্ষায়।
বন্ধুত্ব ছিল না কখনো এত একলা
হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা
তবু হারিয়েছে সবাই মন্দ সময় এই
মায়ার সুতো হয়ে রয়ে গেল আমাদের বন্ধুত্ব।

বকুলের সুভাষের সিদ্ধ বিকেল
অচেনা পথে হাঁটতে ফিরি বন্ধুত্ব
খাঁচার পাখিতে জমানো শত অভিযান
নিয়ে কত তোদের নিয়ে অভিযান,
বন্ধুত্ব দিয়ে কত শত রঙিন পথ চলা
কত সুন্দর মুহূর্ত কত কেটেছে বেলা।
বন্ধু ছাড়া পথ গুলো বড়ই অচেনা
আলো হয়ে আধারের মতো
থেকে যায় সব বাধনের পর বন্ধুত্ব।

ফ্রিতে টাকা ইনকাম করার নিয়ম

বন্ধুত্ব ও ভালবাসা কবিতা

সকাল হলে এসো তুমি
শিশির কণা হয়ে
সন্ধ্যা হলে এসো তুমি
রক্ত জবা হয়ে।
রাত হলে জল তুমি
জোনাকি হয়ে
সারা জীবন থেকো তুমি
আমার বন্ধু হয়ে

সত্যিকারের বন্ধু
আর ছায়ার মাঝে
অনেকটাই মিল আছে
কারণ সত্যিকারের বন্ধু
সুখে-দুখে ছায়ার মত
সব সময় পাশে থাকে।

বন্ধুর জন্মদিন নিয়ে কবিতা

আজ প্রভাতের আলোক মালা
দিগন্ত রেখা করে উজালা
নতুন আসার বাণী নিয়ে
শুরু হল নতুন দিন
বন্ধু! তোমার আজ শুভ জন্মদিন।

শুভ হোক আগামী দিনগুলো তোমার
এই প্রার্থনা শুধুই হৃদয়ে আমার
শুভ হোক বন্ধু তোর প্রতিটি ভোর
খুলে যাক সকল সাফল্যের ডোর।

বন্ধু নিয়ে উক্তি ও স্ট্যাটাস

বন্ধুর বিয়ে নিয়ে কবিতা

পাঞ্জাবি গায় পাগড়ী মাথায়
রুমাল মুখে দিয়ে
বন্ধু যাবে কনের বাড়ি
আজকে বন্ধুর বিয়ে।

বাজছে ঢাক ঢোল তবলা
বাজছে না তো সানাই
আজকে যার বিয়ে হবে
সে যে আলেম জামাই।

বিয়ের দাওয়াত ওলীমা খাব
বন্ধুর বাসায় গিয়ে
বর সেজেছে বন্ধু আমার
আজকে তাহার বিয়ে।

ফেসবুক থেকে টাকা ইনকাম করার নিয়ম

বন্ধুর মৃত্যু নিয়ে কবিতা

কিছু রাত স্বপ্নের
কিছু স্মৃতি কষ্টের
কিছু সময় আবেগের
কিছু কথা হৃদয়ের
কিছু মানুষ মনের
কিছু বন্ধু চিরদিনের
তুই আমায় রেখে গেলি
এভাবে একা করে।

সূর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
চাঁদের বন্ধুত্ব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত
কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *