Quotes

ভালোবাসার কবিতা

আমাদের আরও একটি পোস্টে আপনাদের স্বাগতম। আজকে যারা ভালোবাসার কবিতা অনলাইনে সন্ধান করছেন তাদের জন্যই আজকের এই পোস্ট টি। আজকের এই পোস্টটিতে সেরা সেরা কিছু ভালোবাসার কবিতা সাজানো হয়েছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে।

তাই আজকের এই পোস্ট টিতে আপনাদের জন্য থাকছে ভালোবাসার কবিতা। তো চলুন দেখে নেয়া যাক: ভালোবাসার কবিতা গুলো।

ফ্রিতে টাকা ইনকাম করার নিয়ম

ভালোবাসার কবিতা

লাল গোলাপের পাপড়ি দিয়ে
লিখবো তোমার নাম,,
হাজারো পাখির সুর দিয়ে
গাইব তোমার গান ΙΙ
এক জীবনে এত ভালোবাসা
কোথায় পাবে তুমি,,
তোমার জন্য আকাশ ছোঁয়া
সুখ এনে দিতে পারি ΙΙ

তুমি যদি পাখি হও
হব আমি ঘর,,
দুজন মিলে একসাথে
থাকবো জীবন ভর ΙΙ
তুমি যদি চাঁদ হও
হবো আমি তারা,,
তোমায় দেখে দেখে
হবো আমি দিশাহারা ΙΙ
তুমি যদি বাতাস হও
হব আমি ধুলো,,
দুজন মিলে সব সময়
একসাথে পথ চলবো ΙΙ

তুমি যদি না বুঝ
বুঝবে আমায় কে,,
তুমি যদি পর ভাবো
আপন ভাববে কে ΙΙ
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে,,
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে ΙΙ

শুধু তুমি আছো তাই
আমি কথা খুঁজে পাই,,
দূর হতে আমি তাই
তোমায় দেখে যাই ΙΙ
মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই,,
আবার জন্ম হলে যেন
তোমাকেই আমি পাই ΙΙ
তুমি একটু হাসো তাই
আমি মিষ্টি চাঁদের আলো পাই ΙΙ

মেয়ে পটানোর কৌশল

বিখ্যাত ভালোবাসার কবিতা

হাতে হাত রেখে আমি দেবো তোমায় কথা,,
ভালোবেসে কোনদিন দেবনা গো ব্যথা ΙΙ
ভালোবেসে আমায় তুমি করে নাও আপন,,
তোমায় আমি রাখবো বুকে করিয়া যতন ΙΙ
তোমার জন্য রইলো আমার চোখের ভাষা,,
মনের মধ্যে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা ΙΙ
আমায় ছেড়ে আসো তুমি কোন বা অচিন দেশে,,
স্বপ্নেতে এসো কিন্তু একটু ভালোবেসে ΙΙ

চেয়ে আছি দূর আকাশে দেখি রাতের তারা,,
তুমি ছাড়া এই জীবনটা শুধুই দিশেহারা ΙΙ
আমাকে যতই দূরে রাখ তবু কাছে আসবো,,
কষ্ট তুমি যতই দেবে তাও তোমাকেই ভালবাসব ΙΙ
জীবন দিয়ে তোমায় আমি বাসি অনেক ভালো,,
তুমি আমার আঁধার ঘরের ভালোবাসার আলো ΙΙ
চেয়ে দেখো দূর আকাশে জ্বলছে অনেক আলো,,
প্রথম দেখায় তোমাকে আমার লেগেছে ভালো ΙΙ
স্বপ্ন অনেক তোমায় নিয়ে বুকের মাঝে রাখি,,
দিবানিশি তোমায় ছবি মনের মাঝে আকি ΙΙ

হারিয়ে যাব যেদিন
পড়বে আমায় মনে,,
একফোঁটা জল আসতে দিও
তোমার চোখের কোনে ΙΙ
সেদিন যতই ডাকবে আমায়
দেব না আমি সারা,,
হয়ে যাবো সেই দিন আমি
নীল আকাশের তারা ΙΙ

প্রেমের প্রস্তাব দেওয়ার কৌশল

ভালোবাসার ছোট কবিতা

তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,,
অচিন দেশে পাড়ি দেবো
শুনবো না কারো মানা ΙΙ
তুমি আমার ভালোবাসা
আমার প্রেমের ছবি,,
খুব যতনে আদর করে তোমায়
বুকের মাঝে রাখি ΙΙ

ফুলের ভিতর মধু থাকে
তোমার বুকে ঢেউ,,
তুমি ছাড়া এই জীবনে
নেই যে আমার কেউ ΙΙ
আকাশের বুকে চাঁদ থাকে
চাঁদের বুকে আলো,,
তুমি ছাড়া এই জীবনে
কেমনে থাকি ভালো ΙΙ

শীতের চাদর জড়িয়ে
কুয়াশার মাঝে দাড়িয়ে,,
হাত দুটো দাও বাড়িয়ে ΙΙ
শিশিরের শীতল স্পর্শে যদি
শিহরিত হয় মন,,
বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন ΙΙ

তুমি আমার রঙিন স্বপ্ন
আমার চাঁদের আলো,,
তাইতো তোমায় বেসেছি
এতটাই ভাল ΙΙ
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল,,
তুমি আমার ভালোবাসার
শিউলি বকুল ফুল ΙΙ

ভালোবাসা দিবস নিয়ে উক্তি ও স্ট্যাটাস

সেরা ভালোবাসার কবিতা

আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ ΙΙ
ভালোবাসি ভালোবাসি
সবাই বলতে পারে,,
সত্যিকারে ভালোবাসা
কজন দিতে পারে ΙΙ

SMS হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,,
রিংটোন হয়ে বাজবো আমি
মিষ্টি মধুর সুরে ΙΙ
কখনো ভেবো না আমি
তোমার থেকে দূরে,,
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে ΙΙ

রাত জাগা পাখির মতো
জেগে আছি আমি,,
মনটা আমার জানতে চাই
কেমন আছো তুমি ΙΙ
ভালোবাসা স্বপ্ন নীল
আকাশের মত সত্য,,
শিশির ভেজা ফুলের মত
তেমনি পবিত্র ΙΙ

ভালোবাসার কবিতা কষ্টের

আবেগ দিয়ে ভালোবাসা হয়
বিবেক দিয়ে বিয়ে,,
আমার গল্পের শেষটা হলো
পোড়া কপাল দিয়ে ΙΙ
কষ্ট আমার জীবন সঙ্গী
দুঃখ আমার আলপনা,,
কষ্টে আমি নিত্য কাঁদি
হৃদয় ভরা যন্ত্রণা ΙΙ

ভালোবাসি হয়নি বলা
তবুও ভালোবাসি,,
পাশাপাশি হয়নি চলা
তবুও পাশাপাশি ΙΙ
দিন যায় দিন আসে
সময়ের স্রোতে ভেসে,,
কেউ কাঁদে কেউ হাসে
তাতে কি যায় আসে ΙΙ
তোমায় নিয়ে ফুলে ফুলে
স্বপ্ন উড়াই আকাশ নীলে ΙΙ

দূরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি,,
ভালোবাসি তোমায়
বোঝনা কেন তুমি ΙΙ
ছোট্ট এই জীবনে
শুধু একটাই চাওয়া,,
তোমাকে আপন করে
আমার করে পাওয়া ΙΙ

ভালোবাসা নিয়ে কষ্টের উক্তি

গভীর ভালোবাসার কবিতা

মনের মধ্যে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,,
বলো কোথায় রাখি তোমায় লুকিয়ে ΙΙ
থাকি যে বিভোর হয়ে স্বয়নে স্বপনে,,
যেও না জীবন থেকে দূরে হারিয়ে ΙΙ

ভালোবাসা আকাশের মতো সত্য,,
শিশির ভেজা ফুলের মত পবিত্র ΙΙ
কিন্তু সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত ΙΙ

এ মন চায় তোমায় ভালোবাসি,,
এ মন চায় তোমার কাছে আসি ΙΙ
মন চায় দেখি তোমায় মুখের হাসি,,
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি ΙΙ

নীল আকাশে তারার মেলা
মধ্যরাতে চাঁদের খেলা ΙΙ
মিষ্টি সকাল বৃষ্টি ভেজা
আমার প্রেমে দেখো কত মজা ΙΙ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *