job circular

 বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ রেলওয়ে অফিস থেকে  ঘোষণা করেছে 2022 সালে নতুন করে চাকরির জন্য নিয়োগ দেওয়া হবে। এই রেলওয়ে অফিসে চাকরি করার জন্য  আপনাদের আবেদন করতে  হবে।  পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলা হতে আপনার আবেদন করতে পারবেন।  তো চলুন আর দেরি না করে সকল পদ সম্পর্কে জেনে নেওয়া যাক।

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 

বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে ভবন ,ঢাকা । মাসিক কিছু বেতন জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী  নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় পদও অন্যান্য বিবরণ উপস্থাপনা করা হলো।

পদের সংখ্যা : 684 জন।

যোগ্যতা: এসএসসি ও সমমান পাস ।

বেতন:   8250 থেকে 20010 টাকা পর্যন্ত।

পদের নাম : গেইটম্যান ট্রফিক ।

 বয়স: 18 থেকে 30 বছর।

আবেদন করার সময় 6 জুন2022 হতে 18 জুলাই 2020 পর্যন্ত ।  এসময়ের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফর্ম জমা দিবেন। আবেদনের  মাধ্যম টেলিটক অনলাইন । আমি নিচে রেলওয়ে অফিসে পার্সোনাল ওয়েবসাইট এর লিংক দিয়ে দিচ্ছি : https://railway.gov.bd/

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদন  ফর্ম ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য  এই শর্তাবলী মানতে হবে

যারা বীর মুক্তিযোদ্ধা এর আওতাধীন বা মুক্তিযোদ্ধার পত্র বা  কন্যার পুত্র এদের ক্ষেত্রে 30 বৎসর।

>সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । চাকুরীরত প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে ।আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate  এর ঘরে টিক চিহ্ন  এখানেদিতে হবে ।

>মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ  এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।

>পার্থী কোন রেলওয়ে পোস্ট কর্মচারী হিসেবে কাজ করতে চায় তা জানিয়ে দিতে হবে।

>কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কমানো বাড়ানো  এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।

> লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ \  ডিএ প্রদান করতে হবে না।

> নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 

>পরীক্ষার সময়  পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী 2022

    •  পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ : https://www.teletal.hu/  এই সাইটে আবেদন পূরণ করতে হবে ।
    •  আবেদন করার জন্য প্রার্থীকে 2 কপি সদ্য তোলা রঙিন  ছবির  প্রয়োজন হবে {  দৈর্ঘ্য:300 * প্রস্থ:300}  {  দৈর্ঘ্য :300 * প্রস্থ : 80} হতে হবে ।  এবং সর্বোচ্চ 100 Kb  হতে হবে ।
    •  আর এই সম্পর্কে কোনো প্রকার  যদি সন্দেহ ত্রুটি থেকে থাকে তাহলে  রেলওয়ে এর পার্সোনাল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে  সাইটটি হল: https://railway.gov.bd/
    • উক্ত টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস 6 টাকা সহ মোট  56  টাকা।  72 ঘণ্টার মধ্যে জানিয়ে দিবে
  • উল্লেখ্য,  অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতে গৃহীত \ কার্যকরী হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *