হাগ ডে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা
ফেব্রুয়ারি মাস মানেই প্রেমিক-প্রেমিকাদের জন্য স্পেশাল একটি মাস। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই মাসটি। এই মাসের স্পেশাল একটি দিন হল ১২ তারিখ অর্থাৎ হাগ ডে। এই হাগ ডে কে ঘিরে আপনারা অনেকেই উক্তি ও স্ট্যাটাস খুঁজছেন তাই আপনাদের কথা ভেবে হাগ ডে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতাগুলো আজকে তুলে ধরবো।
যেহেতু হাগ ডে কে মানুষ বিশেষ দিন হিসেবে পালন করে থাকে। তাই এই দিনটিকে আরো স্পেশাল ও স্মরণীয় দিন হিসেবে তুলে ধরার জন্য কিছু উক্তি ও স্ট্যাটাসের প্রয়োজন। এখান হতে আপনার পছন্দ অনুযায়ী যে কোন উক্তি বা স্ট্যাটাস আপনার প্রিয় মানুষ এর মাঝে শেয়ার করতে পারেন। চলুন দেখে নেয়া যাক হাগ ডে দিয়ে নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা।
হাগ ডে স্ট্যাটাস
** তোমাকে একবার
জড়িয়ে ধরলে
নিজেকে খুব
নিরাপদ মনে হয়।
** একটি আলিঙ্গন
বেঁচে থাকার আশ্বাস
আরও এক যুগ
বাড়িয়ে দেয়।
** হাগ তো সারা
বছরই দেওয়া যায়,
তবে হাগ ডে তে
কিছু ব্যতিক্রম দেখা যায়।
** একটি ক্লান্তিকর দিনের পর
তোমার আলিঙ্গন আমায়
বেঁচে থাকার অনুভূতি এনে দেয়।
** তুমি কাছে এলে
ভালোবাসা জেগে ওঠে হৃদয়ে
তুমি যে বাধলে আমায়
তোমার ওই আলিঙ্গনে।
** কখনো কখনো
একটা উষ্ণ আলিঙ্গন
হাজারো শব্দ প্রকাশ
করতে পারে।
** ক্লান্তিকর দিনের পর
তোমার আলিঙ্গন
আমার কাছে একটি
মিষ্টি স্বস্তি,
তোমার ভালোবাসা
আমার কাছে শ্রেষ্ঠ উপহার।
** আমি তোমাকে সারা জীবন
জড়িয়ে ধরে রাখবো
যখন তুমি আমার স্ত্রী হবে
তখন আরো বেশি।
কিস ডে নিয়ে উক্তি ও স্ট্যাটাস
হাগ ডে অর্থ কি
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ। এই মাসের ৭ তারিখ হতে ১৪ তারিখ পর্যন্ত উদযাপন করা হয় এই ভ্যালেন্টাইন সপ্তাহ। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করা হয়।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে হাগ ডে পালন করা হয়। এই দিনে বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা সকলে নিজেদের মাঝে হাগ বিনিময় করে। হাগ ডে অর্থ কি? হাগ মানে হল আলিঙ্গন করা। আর ডে মানে হল দিন অর্থাৎ, হার্ট ডে মানে হল আলিঙ্গন করার দিন।
৭ থেকে ১৪ই ফেব্রুয়ারি কবে কোন ডে
হাগ ডে ছবি
“আমি তোমাকে শুধু আজ নয়
তোমাকে এভাবেই সারা জীবন
জড়িয়ে ধরে রাখতে চাই।
” Happy hug day_
” HAPPY
HUG DAY
“হ্যাপি_ হাগ_ ডে_
“happy
Hug day
“একটি আলিঙ্গন
মনে শান্তি এনে দেয়_
হাগ ডে মেসেজ
** হয়তোবা আমি আজ তোমার সাথে
হাগ করতে পারলাম না
কিন্তু পরেরবার ইনশাল্লাহ ঠিক ওই
হাগ দেবো, এবং তুমি বুঝতে পারবে।
** একটি হাগ যদি প্রমাণ করে দেয়
আমি তোমাকে কতটা ভালোবাসি
তাহলে আমি তোমাকে সবসময়
এভাবেই হাগ দিয়ে যাব।
** আমি তোমাকে শুধু আজ নয়
তোমাকে এভাবেই সারা জীবন
জড়িয়ে ধরে রাখতে চাই।
** আমি তোমাকে শুধু
১২ তারিখেই নয়
সারা বছর একইভাবে
আলিঙ্গন করতে চাই।
** একটি আলিঙ্গন করলে
সম্পর্কের বন্ধন আরো গভীর হয়।
ভালোবাসা দিবস নিয়ে উক্তি
হাগ ডে কবিতা
দিন যখন বিশ্বের
মনে হচ্ছে তোমার উপরে উঠেছে.,
থামুন এবং চারপাশে দেখুন,
কাউকে একটু হাগ দাও
এবং দূরে বিশ্বের তারা।
তুমি অবাক হবে
একটু হাগ কি করতে পারে।
একটি ওজন তুলতে পারে
তোমার কাঁধ বন্ধ
এবং তুমি ভালো বোধ কর।
তুমি এই ছোট কবিতা পড়তে হিসাবে।
কাউকে একটু হাগ দাও
তাদের এটি প্রয়োজন হতে পারে।