প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
ঈদ মানে খুশি হলেও প্রবাসীদের ঈদ আসলেই কষ্টের। কারণ পরিবারের লোকজন ছাড়া ঈদ পালন করা যায় না। প্রবাসীদের ঈদ আছে, নাই যে ঈদের আনন্দ। প্রিয় জন ছাড়া ঈদ মানে এক অন্যরকম বিষাদ। এই কষ্ট আসলে কাউকে প্রকাশ করে বোঝানো যায়না। আমরা সকলেই চাই পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু আপনারা যারা প্রবাসে আছেন তারা ইচ্ছে করলেই পরিবারের সাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারেন না।
প্রবাস মানে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত ঝরা। প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা।প্রবাস জীবন খুবই কষ্টের জীবন। দেশ, সমাজ,সংসার, প্রিয় মানুষ ও পরিবারকে ছেড়ে বাইরে থাকার কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে। প্রবাসীদের মনে লুকিয়ে থাকে হাজার কষ্ট। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রবাসীদের ঈদের কষ্টের উক্তি ও স্ট্যাটাস নিয়ে।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
** প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম_ প্রবাসীদের ঈদ মানে শুধুই পাশের রুম।
** ঈদ আসিলে প্রবাসীদের, বালিশ ভিজে জলে_ প্রবাসীদের দুঃখে কষ্টে, কয়জনের মন গলে।
** প্রবাসীদের ঈদ আছে, এদের হাসি নাই_ প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, মর্যাদা তাদের নাই।
** রাতে আসি সকালে যাই দুপুর বেলা খাবার খাই_ কাজে কাজে জীবন শেষ এরই নাম যে বিদেশ।
** প্রবাসীদের ঈদ মানে চোখের কোনে জল_ কেউ দেখে না সেই জলে কত দূরে ঢল।
** প্রবাসীদের ঈদ মানে নিজের হাতে রান্না_ প্রবাসীদের ঈদ মানে চোখ ভরা কান্না।
** চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে আর ভালো লাগে না এ জীবন, কষ্টের জীবন এর মানে কি প্রবাস জীবন?
প্রবাস মানে হাজারো কষ্টে থেকে ভালো আছি বলা_
প্রবাস মানে নিজের হাজারো ইচ্ছে কে মাটিতে পুঁতে ফেলা।
প্রবাসীদের ঈদ মানেই দেশে পাঠাবো টাকা_
প্রবাসীদের ঈদ মানেই আমি প্রবাসে একা।
বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে
কি যে ব্যাথা জমে আছে আমার পোড়া বুকে।
প্রবাস মানে কিছু টাকা কামানোর জন্য সবকিছু ত্যাগ করা_
প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে উঠিয়ে দেওয়া।
রক্তের চেয়েও বেশি দামী আমার প্রবাসী ভাইয়ের ঘাম_
ঈদের দিনও একটু তাদের নাই যে বিশ্রাম।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
পরের দেশে থাকি বলে পরের মতো চলি_
ঈদের খুশি ছাড়া মোরা রোজ গরমে জ্বলি।
একজন প্রবাসী প্রবাসে যতই টাকা ইনকাম করুক না কেন_
চোখের কোনে কষ্টের এক বিন্দু জল থেকেই যায়।
প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা বলে সর্বলোকে_
এ প্রবাসী মারা গেলে দেখতে চায় না দু′চোখে।
প্রবাসীদের ঈদ মানে দেশে পাঠাবো টাকা_
প্রবাসীদের ঈদ মানে আমি প্রবাসে বড়ই একা।
একজন প্রবাসীরা হলো এক একটা জ্বলন্ত মোমবাতির মত_
কেননা সে নিজে জ্বলে এবং পরিবারকে আলোকিত করে।
ডিউটি করে কত প্রবাসী ঈদের দিনে নেই যে ছুটি_
মাথার ঘাম পায়ে ফেলে জোগায় আহার রুটি।
ঈদ মানেই সকলের জন্য আনন্দের দিন_
কিন্তু প্রবাসীদের ঈদ মানেই চেপে রাখা বোবা কান্নার দিন।
প্রবাসীদের ঈদ মানে শুধুই কষ্ট_
যা প্রকাশ করার কোনো ভাষা নেই।
প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম_
প্রবাসীদের ঈদ মানে এই তো পাশের রুম।
প্রবাসী ঈদের স্ট্যাটাস
আপনারা যারা প্রবাসে আছেন কিন্তু ঈদে আপন ভাই বোন এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এর সাথে খুশির ঈদের দিনটি কাটাতে পারেন না তাদের জন্য কিছু ঈদের স্ট্যাটাস নিয়ে এসেছি এগুলো চাইলে আপনি আপনার প্রিয় মানুষদেরকে পাঠাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটাসগুলো_
> মন চাইছে কারো সাথে কথা বলি, মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি_ ঈদ মুবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম, তাইতো আমি তোমাকে দিয়েই শুরু করলাম।
> বুকে কষ্ট মুখে হাসি এর নামই প্রবাসী। প্রবাস থেকে আমি আপনাকে জানাই ঈদ মোবারক।
> এই ঈদে আল্লাহ আপনাকে সর্বোত্তম রিযিক দান করুন। দেশ বিদেশের সকল বাবা-মা-ভাই-বোন কে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
> আল্লাহতালা দেশের মানুষের উপর বরকত বর্ষণ করুন, দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা।
> এই ঈদুল ফিতরের আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, ঈদ মোবারক।
> ঈদের দিনে সবাই খুশি, নতুন কাপড় পেয়ে_ প্রবাসীদের কষ্ট বুঝি, প্রবাসীরাই সয়ে।
> সকলে আজ ভীষণ খুশি, কাঁধে মিলায় কাঁধ_ আপন জনের মাঝে তবে, ভাঙছে খুশির বাঁধ।
> জানি আমরা প্রবাসী বলে আমাদের ঈদ মোবারক জানানোর কেউ নাই, তবু মন থেকে সবাইকে ঈদ মোবারক এর শুভেচ্ছা।
> পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর_ হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেল ঈদের বাতাস।
প্রবাসীদের কষ্ট কেউ বুঝেনা
একজন প্রবাসীর তার প্রত্যেকটা দিনের শুরু এবং শেষ একাকিত্বের মাঝে পারি দিতে হয়। ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়। প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই কারণ একজন প্রবাসী ঈদ করলে তার বাড়ির মানুষ ঈদ করতে পারবেনা। বিন্দু বিন্দু প্রতিটি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি এবং চেনা মুখগুলো প্রতিটা সময় নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় প্রবাসীদের।একমাত্র একজন প্রবাসী বুঝে নিজের দেশ এবং প্রিয় মানুষদের ছেড়ে অন্য এক অচেনা দেশে থাকার কষ্ট টুকুন।পরিবার ছাড়া ঈদ মানেই হৃদয় বিদায়ক কষ্টকর একটি বিষয়।