কোরবানির দোয়া
ইবাদতের মাঝে কোরবানি দেওয়া হল ইসলামের একটি অন্যতম ইবাদত। আপনি যদি কোরবানির দোয়া সম্পর্কে না জেনে থাকেন বা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি সঠিক নিবন্ধটিতে আছেন কেননা আজকের এই নিবন্ধে কোরবানির দোয়া আরবি উচ্চারণসহ তুলে ধরা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কোরবানি দোয়া।
কোরবানির দোয়া
কোরবানির দোয়া নিচে আরবিতে এবং বাংলা উচ্চারণসহ সুন্দরভাবে তুলে ধরা হলো। দোয়াটি আরবীতে পড়ার চেষ্টা করবেন।
َللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِ يفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ -وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণঃ ইন্নিহ ওয়াঝঝিয়াতুহ ওয়াঝ হিয়া লিল্লাহি ফাতারাস সামাওতি ওয়াল আরদা, আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মাআনা মিনাল মুশ্রিকিন। ইন্নাহ সালাতি ওআ নুসুকি ওয়াহ মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বুল আলামিন। লা শারিকালাহু, ওয়া বিজালিকা উম্রিতু ওয়া আনা মিনাল মুস্লিমিন। বিসমিল্লাহই আল্লাহহু আকবর, আল্লাহুম্মা মিনকা ওয়ালিক।
কোরবানি পশু জবাই করার দোয়া কি?
কোরবানি ইসলামের অন্যতম একটি ইবাদত। যার সামর্থ্য আছে তার ওপর কুরবানী করা ওয়াজিব, সামর্থ বলতে যাকাতের নেসাবের সমপরিমাণ নিসাব।
অনেক উলামায়ে কেরামের মতে যার কাছে মেসাব পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরী, বাধ্যতামূল। (দলিল: মুসনাদে আহমদ ইবনে মাজাহ)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তির কোরবানি দেয়ার সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি যদি কোরবানি না করে তবে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। তাই সর্বশেষে বলা যায় কুরবানী খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান।
কোরবানির দোয়া আরবি
কোরবানির দোয়া আরবিতে নিচে সুন্দরভাবে তুলে ধরা হলো:
للَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِ يفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ -وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
কোরবানি কি দোয়া
জবেহ করার সময় দোয়া
اللهم مِنكَ وَلَكَ
উচ্চারণ: আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
অর্থ: হে আল্লাহ, তোমার পক্ষ থেকে (এই কোরবানির পশু) তোমারই জন্য উৎসর্গকৃত।
এরপর بسم الله الله أكبر পড়বে।
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার
অর্থ: মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সবচেয়ে বড়।
জবেহ করার পর দোয়া
اللهم تقبل منا كما تقبل من حبيقك محمد وخليلك إبراهيم عليه السلام
উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাম।
গরু জবাই করার দোয়া
গরু জবাই করার দোয়া আর কোরবানির পশুর জবাই করার দোয়া একই।