রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড (Robi Emergency Balance Code)
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড (Robi Emergency Balance Code 2023)
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড (Emergency Balance Code): বর্তমান সময়ে রবি সিম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কেননা রবি সিম এর নেটওয়ার্ক এখন অনেক ভালো। আপনি যদি একজন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড টি জেনে থাকা দরকার তাই আজকে আপনাদের জন্য রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড টি নিয়ে আসলাম। তো চলুন দেখে নেয়া যাক রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড টি এছাড়াও তুলে ধরব রবি সিমের অন্যান্য তথ্যগুলো।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড
কথা বলতে বলতে অনেক সময় আমাদের ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায় এমত অবস্থায় আমাদের নিকটবর্তী কোন জায়গায় টাকা রিচার্জ করার মত দোকান থাকে না অথবা রিচার্জ করার মত টাকা থাকে না এ অবস্থায় আমাদের সিমে টাকা ধার করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তাই আপনি যদি রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড টি না জেনে থাকেন তাহলে আপনার জন্য জেনে রাখা খুবই জরুরী।
রবি ইমারজেন্সি ব্যালেন্স এর কোড
আপনি যদি রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান কিংবা ঝটপট ব্যালেন্স নিতে চান তাহলে আপনার হাতে থাকায় ফোনটির ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করতে হবে *123*007# এবং আপনি সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এরপর আপনি আপনার সিমে একটি এসএমএস দেখতে পারবেন এই এসএমএস এর মাধ্যমে আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে সেটা জানিয়ে দেওয়া হবে।
robi emergency balance code
To borrow money on Robi SIM you will go to dial option on your mobile. After going to dial option type *123*007# and you will get emergency balance from 10 to 100 rupees.
robi emergency loan
If you want to take Robi Emergency Loan but don’t know the code then no problem. The code to dial for robi emergency loan is *123*007# By dialing this code you can avail emergency loan on Robi SIM.
রবি জরুরী ব্যালেন্স কোড 2023
সকল বিষয়ের যেমন শর্তাবলী থেকে থাকে ঠিক তেমনই রবি সিমের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে শর্তগুলো নিচে উল্লেখ করা হলো।
- 12 টাকা কিংবা তার ওপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা চার্জ প্রযোজ্য।
- ব্যালেন্স প্যাকেজে কেনা মিনিট অথবা, অন্যান্য ফ্রি বোনাস ইমারজেন্সি ব্যালেন্স এর আগে ব্যবহৃত হবে।
- রবি প্রিপেইড গ্রাহকরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবে।
- *8# ডায়াল করে আপনি এই সেবায় আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
- ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে প্রযোজ্য।
- আপনি যত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন পরবর্তী টাকা রিচার্জে সেই ইমারজেন্সি ব্যালেন্স এর টাকা কেটে নেয়া হবে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন অথবা আপনার ফোনে ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা আছে তা না জেনে থাকেন এর জন্য আপনার যে কোড টি ডায়াল করতে হবে সেই কোডটি হল *222# এছাড়াও আরো একটি কোড রয়েছে *8444# এই কোড ডায়ালের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি যে টাকা ধার করেছেন সে খান থেকে আপনার ব্যালেন্স কত টাকা আছে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড
রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যে কোডটি ডায়াল করতে হবে সে কোডটি উপরে আমরা সুন্দরভাবে তুলে ধরছি এরপরেও আপনি যদি না দেখে থাকেন অথবা না জেনে থাকেন আপনাদের সুবিধার্থে কোডটি আবারও দিয়ে দিচ্ছি। কোড টি হলো: *123*007#
তো বন্ধুরা.. আজকে এই পর্যন্তই। যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।