(SSC) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
পরীক্ষার ক্ষেত্রে ,একজন স্টুডেন্ট কে পরীক্ষার আগে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় । যেহেতু এবারে শিক্ষার্থীরা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে । সে ক্ষেত্রে বিগত সালের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভুল থেকে বর্তমান শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এবং টিপস শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ।
আমরা পরীক্ষার আগে নানা ধরনের চিন্তা চেতনায় নিয়ে থাকি । যেটা আমাদের মানসিকভাবে চাপ দেয় যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছুই মিস করে থাকি ।অনেক শিক্ষার্থী রয়েছে যারা সারা রাত জেগে পড়াশোনা করে এবং পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় । পরীক্ষার হলে একটি ক্লান্তি ক্লান্তি ভাব অনুভব হয় সবকিছু থেকে কিভাবে রক্ষা পাবো তা নিয়ে আলোচনা করব । তো চলুন দেখে নেয়া যাক , এসএসসি পরীক্ষার্থী কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।
পরীক্ষার আগের রাত এ পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবেঃ
অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষার আগের রাত জেগে পড়াশোনা করে । অনেকেই তো আছে পড়াশোনা করতে বইয়ের উপরে ঘুমিয়ে পড়ে। এভাবে পরীক্ষার আগে পড়াশোনা করলে পরীক্ষার দিন একটি ক্লান্ত ক্লান্ত অনুভব হয় যার ফলে পরীক্ষার্থীর পরীক্ষা অনেকাংশে খারাপ হয়ে থাকে । এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়।
ঘুম হলো এমন একটি জিনিস যা মানুষের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে । এককথায় বলতে গেলে বলা যায়, এই ঘুম হলো আমাদের শরীরের জন্য শক্তি যোগায় । ঘুম শিক্ষার্থীকে শক্তি সঞ্চয় করে অর্থাৎ সুস্থ রাখবে তবেই কিন্তু শিক্ষার্থীর পরীক্ষা ভালো ভাবে দিতে পারবে ।
পরীক্ষার আগের রাতে খাবারে নতুন কিছু খাওয়া যাবেনাঃ
সাধারণত অনেকেরই বাড়িতে পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীর পিতা-মাতা পরীক্ষার্থী এর জন্য নতুন কিছু বা আলাদা অন্য ধরনের কোন খাবারের ব্যবস্থা করে থাকে। এটা একজন ছাত্রের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ।
এতে শিক্ষার্থীদের পেট খারাপ হতে পারে বা হজম করতে সমস্যা হতে পারে।তাই পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন শিক্ষার্থী ভারি কোন খাবার না খাওয়াই ভালো। স্বাভাবিক যেভাবে শিক্ষার্থী যা খাওয়া-দাওয়া করে পরীক্ষার আগে তাই খাওয়া ভালো ।
পরীক্ষার কেন্দ্রে যাবার আগে বেশি কথা বলা যাবে নাঃ
পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে ,অযথা কোনো কথা যেন আমরা না বলি । যতোটুকু সম্ভব কথা বলা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ।পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে বিভিন্ন সময় বন্ধুদের সাথে আমরা প্রচুর আড্ডা দেই। কিন্তু এর ফলে অনেক সময় পরীক্ষার্থীকে সমস্যার সম্মুখীন হতে হয় । তাই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার আগে বেশি কথা না বলা। উচিত চুপ করে থাকা । প্রয়োজনীয় কথা বলা ব্যতীত ।
পরীক্ষার খাতায় যেভাবে উত্তর দিতে হবেঃ
পরীক্ষার্থীর মেইন বিষয়টি হলো হাতের লেখা । হাতের লেখা সুন্দর এর উপরেও অনেক সময় শিক্ষকগণ নাম্বার দিয়ে থাকে । আমাদের সব সময় মাথায় রাখতে হবে পরীক্ষার খাতায় আমরা যেন খুবই সুন্দরভাবে এবং স্বচ্ছ পরিষ্কার ভাবে খাতায় লিখি। কোন ঘষামাজা বা কাটাকাটি এরকম কিছু যেন না করি ।
তাই প্রশ্ন যে রকমই হোক না কেন সব সময় মাথায় রাখতে হবে হাতের লেখা টি যেন সুন্দর হয় । এখানে যারা পরীক্ষার্থী আছো তাদের সাধারণত 100 মার্ক এর ওপর প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা হয়ে থাকে । তোমাদের প্রশ্ন যাচাই-বাছাই করার সুযোগ হয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো নির্বাচন করে প্রশ্নের উত্তর দিতে হবে যাতে শিক্ষক যেন তোমার পরীক্ষার খাতার নম্বর কাটতে না পারে। যার ফলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে ।
পরীক্ষার খাতা শিক্ষক যেন টানতে না পারেঃ
পরীক্ষার সময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ । এই গুরুত্বপূর্ণ সময়ের ভেতর আমাদের পরীক্ষা ফুল আন্সার করে বের হতে হবে । এই ফুল আনসার করার জন্য আমাদের হাতে সময় অনেক স্বল্প পরিমাণে থাকবে । এ কারণে আমাদের যথাসম্ভব উচি তপরীক্ষার খাতা নিয়ে মনোযোগী হওয়া।
পরীক্ষার সময় বিভিন্ন কারণে পরীক্ষার্থীদের আশে পাশে বন্ধু বান্ধবের কাছে সাহায্য দরকার হতে পারে।কিন্তু এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে শিক্ষক যেন পরীক্ষার খাতা টানতে না পারে। এ বিষয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে ।
কারণ একবার যদি শিক্ষক পরীক্ষার খাতা নিয়ে যায় তবে 10 থেকে 15 মিনিটের আগে সে পরীক্ষার খাতা দিবেনা।যেহেতু কম সময়ে পরীক্ষা হবে তাই শিক্ষার্থীদের এই 10 বা 15 মিনিট অনেক গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে শিক্ষার্থীকে পাস নম্বর কনফার্ম করতে হবে ।
রিভিশন দেওয়ার জন্য কিছু সময় রাখতে হবে _
পরীক্ষার মাঝে ,পরীক্ষার খাতা রিভিশন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । পরীক্ষার খাতা রিভিশন দিলে নানা ধরনের ভুল বের হয়ে থাকে । এই ভুলের জন্য শিক্ষকগণ আমাদের নাম্বার কেটে থাকে । এ কারণে আমাদের উচিত পরীক্ষা শেষ হবার 5 থেকে7 মিনিট সময় রেখে পরীক্ষা শেষ দেওয়া ।
তারপর আমাদের করণীয় প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত একবার পরে দেখা । বানান এবং প্রশ্নের উত্তর গুলো সব ঠিক আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা সহজ জিনিসও ভুল করে থাকি।
ধন্যবাদ