টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার আর কোন ওয়েবসাইট ঘোরাঘুরি করতে হবে না এখন আপনি যে ওয়েবসাইটটিতে আছেন সেই ওয়েব সাইটে আপনি জানতে পারবেন টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সঠিক কোডটি। কেননা আজকের এই পোস্টটিতে আপনাদের জন্য নিয়ে আসলাম টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড, নাম্বার দেখার উপায়, ব্যালেন্স চেক, ইমারজেন্সি ব্যালেন্স ইত্যাদি।
আসসালামুয়ালাইকুম আমাদের আরো একটি পোস্টে আপনাদের স্বাগতম আজকের এই পোস্টটিতে আপনারা জানতে চলেছেন টেলিটক সিমের সকল প্রকার কোড গুলো। এই কোডগুলো একজন টেলিটক সিম ব্যবহারকারীর জানা আবশ্যক। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ডায়াল কোড গুলো।
টেলিটক টাকা ধার নেয় কিভাবে
আপনি যদি একজন টেলিটক সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার টেলিটক সিমে টাকা ধার নেয় কিভাবে সেটা জেনে রাখা দরকার। আপনি যদি টেলিটক সিমে কিভাবে টাকা ধার নেয় তা না জেনে থাকেন তাহলে কোন অসুবিধা নেই কেননা আজকে আপনাকে আমরা জানিয়ে দেবো টেলিটক সিমে কিভাবে টাকা ধার নিতে হয়।
টেলিটক সিমে টাকা ধার করার জন্য আপনার যে কোডটি ডায়াল করতে হবে তা নিচে দেওয়া হল। টেলিটক সিমে 10 থেকে 50 টাকা ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যে কোডটি ডায়াল করতে হবে : *1122#
টেলিটক Emergency Balance
টেলিটক সিমে ব্যালেন্স ফুরিয়ে গেলেও আর নেই কোন চিন্তা ভাবনা কেননা টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন খুব সহজেই। টেলিটক সিমে ব্যালেন্স ফুরিয়ে গেলে ডায়াল করুন *1122# আর সাথে সাথে পেয়ে যাবেন 10,12,20,30,50, টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড
টেলিটক সিমে টাকা ধার করার জন্য অনেকগুলো প্যাকেজ রয়েছে। যা শুরু হয় ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত আপনি যদি এগুলোর মাঝে যেকোনো প্যাকেজ টি নিতে চান তাহলে আপনার যে কোডটি ডায়াল করতে হবে তা আমরা নিচে সুন্দরভাবে তুলে ধরছি। তো চলুন দেখে নেয়া যাক প্যাকেজ গুলো:
** 10 টাকা লোন নিতে ডায়াল করুন *1122*10#
** 12 টাকা লোন নিতে ডায়াল করুন *1122*12#
** 20 টাকা লোন নিতে ডায়াল করুন *1122*20#
** 30 টাকা লোন নিতে ডায়াল করুন *1122*30#
** 50 টাকা লোন নিতে ডায়াল করুন *1122*50#
টেলিটক নাম্বার দেখার উপায়
টেলিটক সিমের নাম্বার দেখার তিনটি উপায় রয়েছে: 1. কোড ডায়াল করে 2. এসএমএস পাঠানোর মাধ্যমে 3. কাস্টমার কেয়ারে কল করে।
উপরের দেওয়া যেকোনো মাধ্যমে আপনি টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন তো চলুন দেখে নেয়া যাক টেলিটক সিমের নাম্বার দেখার উপায়।
1. কোট ডায়াল করে: আপনি যদি টেলিটক সিমের নাম্বার কোড ডায়াল করে দেখতে চান তাহলে আপনার যে কোডটি ডায়াল করতে হবে তা হলো: *551#
2. এসএমএস পাঠানোর মাধ্যমে: বর্তমান সময়ে কোড ডায়াল করেও টেলিটক সিমের নাম্বার দেখা যাচ্ছে না এতে নানা ধরনের সমস্যা হচ্ছে। তাই আপনার মেসেজ পাঠিয়ে টেলিটক নাম্বারটি দেখতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের “P” লিখে টাইপ করুন এবং “154” এই নাম্বারে এসএমএস পাঠিয়ে দিন। এরপর আপনার ফিরতি মেসেজে আপনার টেলিটক নাম্বার জানিয়ে দেওয়া হবে।
3. কাস্টমার কেয়ারে কল করে: উপরের দুটি মাধ্যমে যদি আপনি আপনার নাম্বারটি দেখতে না পারেন তাহলে কাস্টমার কেয়ারে কল করে আপনি আপনার নাম্বারটি দেখতে পারবেন। কাস্টমার কেয়ারে কল করার জন্য আপনার 121 এই নাম্বারে কল করতে হবে এবং তাদের সাথে কথা বলে আপনি আপনার নাম্বারটি জেনে নিতে পারবেন।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চাইলে আপনি দুটি উপায়ে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন 1. ডায়াল কোডের মাধ্যমে 2. এসএমএস এর মাধ্যমে।
1. ডায়াল কোডের মাধ্যমে: আপনি যদি ডায়াল কোডের মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার ফোনে থাকা ডায়াল অপশন এ গিয়ে আপনার ডায়াল করতে হবে *1122*0# তাহলে আপনি ডায়াল এর মাধ্যমে আপনার ফোনে থাকা ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন।
2. এসএমএসের মাধ্যমে: এসএমএস এর মাধ্যমে আপনার ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে নিচের পন্থাটি অবলম্বন করতে হবে:
- প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যেতে হবে।
- এরপর মেসেজ বক্সটিতে “Loan info” লিখতে হবে।
- আপনাকে 1122 এই নাম্বারে এসএমএস করতে হবে।
- আপনি যে টেলিটক সিম দিয়ে ইমারজেন্সি ব্যালেন্স জানতে চাচ্ছেন সেই সিম থেকে এই নাম্বারটিতে এসএমএস পাঠাতে হবে।
- এরপর আপনার ফিরতি এসএমএস এর মাধ্যমে ইমার্জেন্সি ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
উপর দেওয়া পন্থাগুলো অবলম্বন করলে আপনি এসএমএস এর মাধ্যমে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন।