কাঁচা মরিচের দাম ২০২৩
গত কয়েকদিনে সারা বাংলাদেশে টানা বৃষ্টিপাতের কারণে মরিচ চাষ করার সকল ভুমি পানিতে ডুবে গিয়েছে। পানিতে ডুবে যাওয়ার কারণে মরিচ চাষ এ ব্যাহত হয় এবং প্রচুর পরিমাণে মরিচ এর উপর প্রভাব ফেলে, যে কারণে সারা বাংলাদেশে মরিচের দাম প্রতিদিন বেড়েই যাচ্ছে।
কাঁচামরিচের দাম কত? এবছরে কাঁচামরিচের দাম কত বৃদ্ধি পেয়েছে? এ ধরনের সকল প্রশ্নের উত্তর আজকের এই নিবন্ধনটিতে পেয়ে যাবেন।
সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী বলেন, গরম ও খারাপ আবহাওয়ার কারণে এ বছর মরিচের চাষ ব্যাহত হওয়ায় গত বছরের তুলনায় মরিচের উৎপাদন কমে গেছে।
অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জামাল উদ্দিন বলেন, গত কয়েকদিন সারা বাংলাদেশে টানা বৃষ্টিপাতের কারণে কৃষকরা ক্ষেত থেকে মরিচ তুলতে পারেননি যে কারণে সারা বাংলাদেশের মরিচের চাহিদা মেটানো যাচ্ছে না এ কারণে মরিচের দাম বৃদ্ধি।
গত শনিবারে বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচের দাম কেজি ছিল ৮০০ টাকা। ঈদের আগে ছিল ৪০০ টাকা এরপর কন্টাই ঘন্টায় দাম বৃদ্ধি পেয়ে এর বাজার দাম দাঁড়িয়েছে ৮০০ টাকা।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা পিপল শেখ বলেন, মাঘ মাসে বৃষ্টিপাতের দেশের ভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেতগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ ব্যাহত হয়েছে। এ কারণে কাঁচা বাজারে কাঁচামরিচের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। এ কারণে বর্তমানে বেশি দামে মরিচ কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।