schedule

ঢাকা টু সিলেট বাস ভাড়া ও সময়সূচী ২০২৩

আসসালামু আলাইকুম, আজকের এই নিবন্ধটিতে আপনাদের জন্য ঢাকা টু সিলেট বাস ভাড়া ও সময়সূচী তুলে ধরব। আপনি যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে আপনার পথযাত্রায় যতগুলো বাস চলাচল করে তার সকল তথ্য আজকের এই নিবন্ধটিতে পেয়ে যাবেন।

ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বাসের ভাড়া কত ? বাস কখন ছাড়বে? কোথা থেকে ছাড়বে ? কখন পৌঁছাবে? তার সকল তথ্য আজকের এই নিবন্ধটিতে তুলে ধরছি। আপনি যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে আজকের এই নিবন্ধনটি শুধু আপনার জন্যই, তাই আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক ঢাকা টু সিলেট বাস ভাড়া ও সময়সূচী ২০২৩

ঢাকা টু সিলেট বাস ভাড়া

বাংলাদেশের মধ্যে সিলেট হল একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান। সারা বছরই প্রায় কেউ ঘোরার জন্য কেউবা কাজের জন্য ঢাকা থেকে সিলেট ভ্রমণ করে থাকে এদের মাঝে আপনিও যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে আপনার বাস ভাড়া জেনে রাখা খুবই জরুরী।

চলুন দেখে নেয়া যাক ঢাকা থেকে সিলেটের বাস ভাড়া।

 বাসের নাম  ভাড়া  বাসের ধরন
শ্যামলী ট্রাভেলস ৪৮০ টাকা নন এসি
হানিফ এন্টারপ্রাইজ ৪৮০ টাকা নন এসি
গ্রীন লাইন পরিবহন ১০০০-১২৫০ টাকা এসি
লন্ডন এক্সপ্রেস ৯৫০-১৩০০ টাকা এসি
গোল্ডেন লাইন পরিবহন ১০৫০-১৩০০ টাকা এসি
এনা পরিবহন ১২৫০ টাকা এসি

ঢাকা টু সিলেট বাসের সময়সূচী

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এসি এবং নন এসি উভয় বাস চলাচল করে। বাসের মধ্যে রয়েছে গ্রীন লাইন, এনা পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন, লন্ডন এক্সপ্রেস। এছাড়া অন্য একটি বাসগুলো শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ রয়েছে এরাও যাত্রীদের ভালো সার্ভিস দিয়ে থাকে।

এ বাসগুলো ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে অনেক মানসম্মত সার্ভিস প্রদান করে থাকে। আপনি আপনার সময়সূচী অনুযায়ী যে কোন বাসে টিকেট বুকিং করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারেন।

ঢাকা টু সিলেট বাস ভাড়া 2023

ঢাকা থেকে সিলেট সপ্তাহে সাত দিনই বাস চলাচল করে। এই ঢাকা থেকে সিলেটের দিকে আপনি অনেকগুলো বাস পেয়ে যাবেন এর মাঝে আপনি আপনার ইচ্ছামত যে কোন বাসের টিকেট কেটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। চলুন দেখে নেয়া যাক ঢাকা থেকে সিলেট বাসের সময়সূচী।

অপারেটর প্রথম ভ্রমণ শেষ ভ্রমণ
শ্যামলী ট্রাভেলস সকাল ৫:০০ মিনিট রাত ১১:৩০ মিনিট
হানিফ এন্টারপ্রাইজ সকাল ৫:০০ মিনিট রাত ১১:৫০ মিনিট
গ্রীন লাইন পরিবহন সকাল ৭:০০ মিনিট রাত ১২:৫০ মিনিট
লন্ডন এক্সপ্রেস সকাল ৭:০০ মিনিট রাত ১২:০০ মিনিট
এনা পরিবহন সকাল ৬:৩০ মিনিট রাত ১২:০০ মিনিট

ঢাকা থেকে সিলেট কত কিলোমিটার

আপনারা অনেকেই ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে অনুসন্ধান করেন ঢাকা থেকে সিলেট কত কিলোমিটার কিন্তু সঠিক কোন তথ্য পান না। ঢাকা থেকে সিলেটের সড়ক পথে দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *