Quotes

ছোট বোন নিয়ে উক্তি ,স্ট্যাটাস ও কবিতা

আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের এ পোস্টে আপনারা জানতে চলেছেন ছোট বোনকে নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা ও ছন্দ । যা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেয়া যাক ছোট বোনকে নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা ও ছন্দ ।

আরও দেখতে পারেন:_
ছোট ভাই নিয়ে উক্তি ও স্ট্যাটাস
কষ্টের হাসি নিয়ে উক্তি ও স্ট্যাটাস
ফ্রিতে টাকা ইনকাম করার নিয়ম

ছোট বোন নিয়ে উক্তি

> ছোট বোনের কষ্ট দেখে বড় ভাইয়ের বুকফাটা কান্না ।

> ভাই বোন মানে আল্লাহর দেওয়া একটি নেয়ামত যা কখনোই ছিন্ন হবার নয় ।

> স্নেহের আরেক নাম ছোট্ট বোন।

>ভাই বোন মানে একজনের খাবার আরেকজনে কেড়ে নিয়ে চিৎকার চেচামেচি করা।

>ছোট বোন মানে প্রত্যেকটা ভাইয়ের কাছে কলিজার টুকরা ।

ভাই বোন নিয়ে স্ট্যাটাস

>ছোট বোন মানে বড় ভাইয়ের একটা কলিজা ।

>বোন হল তোমার আয়না যে তোমার  বিপরীত ।

>বোন হল ছোটবেলার একটা স্মৃতি যা কখনো হারানো যায়না ।

>ছোট বোন মানে বাগানের একটি ছোট্ট ফুল ।

>বোন মানে সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ একটি গিফট যা সবার ভাগ্যে থাকে না।

>ছোট বোনের মুল্য আর কেউ না বুঝলে আপনাকেই বুঝতে হবে।

ছোট বোন নিয়ে ক্যাপশন

#ছোট বোন মানে প্রত্যেকটা ভাইয়ের কাছে কলিজার টুকরা ।

#বড় ভাইয়ের স্নেহ শাসন মায়াজালের ছায়া।

# ছোট বোন মানে আমার পকেট থেকে টাকা চুপি করে সরিয়ে রাখা ।

#ছোট বোন মানে ভাইয়ের কাছে ছোট ছোট আবদার ।

#বোনের মতো ভালো বন্ধু আর কেউ নেই ।

#বোন মানে সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার ।

বোন মানে

> একমাত্র বোনই তারে খারাপ সময় কে ভালো বানাতে এবং ভালো সময় কে স্মরণীয় করে রাখতে পারে ।

> ছোট বোন মানে ছোট একটি শব্দ কিন্তু অনেক আবদার।

> ছোট্ট বোন মানে সবকিছু শেয়ার করা আর হিসেবে চেয়ে একটু বেশি নেওয়া।

> বোন মানে প্রত্যেকটা ভাইয়ের কাছে কলিজার টুকরা ।

> এ পৃথিবীতে আপনার বাবা মা এর পরে উপরওয়ালার দেওয়া শ্রেষ্ঠ উপহার হল আপনার ছোট বোন।

> বোন মানে ঝগড়া না করলে পেটের ভাত হজম হবে না ।

ভাই বোন নিয়ে কবিতা

চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন

সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।

চিন্তাধারার ভিন্নতা থাক, হোক না ঝগড়াঝাটি

তবু তাদের মাঝেই পাবে অকৃত্রিম খুনসুটি।

দূরত্বটা যতই থাকুক, অভিন্ন আত্না

আপন মাঝেই তাদের পাওয়া সকল পূর্নতা।

সুসময়ে ছায়ার মতো যদিও থাকে পাশে,

বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।

বায়না তাদের হরেক রকম, আবদারের পসরা

মিললে ভালো, না মিললেও নেই তেমন ঝামেলা।

গ্রহণ লাগুক চন্দ্রে সূর্যে; ভাইয়ে বোনে না

রক্ত তাদের বলে কথা, এক যে তাদের মা।

সম্পর্কটা অটুট থাকুক, অটুট বন্ধন

সুভাষ ছড়ায় ভাইয়ে-বোনে, যেন চন্দন।

পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে

সম্পর্কের গভীরতা মাপুক বিশ্বলোকে।

One Comment

  1. আমার কেউ নাই আমাকে বাড়ি থেকে বেরকরে
    দিয়েছে আমি ঢাকায় কোনো কাজ পাই নাই
    রাচতায় ঘুমাই ইতারি করছি চা রুটি দিয়ে কারোন টাকা নাই ৫০ টাকা আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *