schedule

ব্রাজিল ফুটবল খেলার সময় সূচি 2022

এবারে কাতার আয়োজন করবে 2022 সালের 22 তম ফিফা ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব শেষে প্রত্যেকটি দল যার যার মত প্রস্তুত হচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। 21 নভেম্বর বিকেল 4 টায় স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যকার খেলার মাধ্যমে পর্দা উঠবে এবারের কাতার বিশ্বকাপের আর শেষ হবে 18 ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল এর মাধ্যমে।

সারা বাংলাদেশ এর আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্রাজিল টিমের কোটি কোটি দর্শক। যারা ব্রাজিল টিমের খেলা ভালোবাসেন তাদের জন্য এই পোস্টটিতে রয়েছে ফিফা বিশ্বকাপ ব্রাজিল খেলার সকল তথ্য। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রাজিল খেলা কবে, ব্রাজিলের খেলার সময়সূচী ও তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী। বাংলাদেশ অন্যান্য দেশের সাথে ভৌগোলিক অবস্থান এর কারণে সময় পার্থক্য রয়েছে, এ কারণে ব্রাজিল সাপোর্টাররা অনেক সময় ব্রাজিল খেলা মিস করে ফেলে। তাই বাংলাদেশের সাপোর্টারদের ব্রাজিল খেলার নিদৃষ্ট সময় জানা প্রয়োজন।

আরো দেখুন:

আর্জেন্টিনা ফুটবল খেলার সময়সূচী 

ফিফা বিশ্বকাপ 2022 এর সময়সূচী

ব্রাজিল 2022

ব্রাজিলের খেলা মানেই ব্রাজিল ভক্তদের মনের ভেতর নতুন করে আনন্দ ফিরে আসা। খুব শীঘ্রই ফুটবল খেলা দেখতে পারবে গোটা বিশ্ব। নভেম্বরে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ 2022। এবারে কাতার আয়োজন করছে ফিফা ফুটবল বিশ্বকাপ। 2022 সালে ফুটবল বিশ্বকাপের 22 তম আসরের উদ্বোধনী ম্যাচ শুরু হবে 21 নভেম্বর। কাতারে ফিফা বিশ্বকাপ খেলার জন্য 32 টি দল নিশ্চিত করা হয়েছে। এদেরকে আবার 8 টি দলে ভাগ করা হয়েছে গ্রুপ আকারে। ফুটবল বিশ্বকাপ 2022 8 টি গ্রুপে সাজিয়েছে প্রতিটি দলকে।

ফিফার সবচেয়ে বেশি সফল শিরোপা জয়ী দল হল ব্রাজিল। এই ব্রাজিলের হাতে ফুটবল বিশ্বকাপ এর 5 টি ট্রফি উঠেছে। 2022 সালের ব্রাজিল ফুটবল টিম গ্রুপ “জি” তে পড়েছে। এই গ্রুপটিতে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে খেলবে সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়া। আর ব্রাজিল মাঠে নামছে 24 শে নভেম্বর (ব্রাজিল বনাম সার্বিয়া) বাংলাদেশ সময় রাত 1 টা। লুসাইল স্টেডিয়ামে।

ব্রাজিল জাতীয় ফুটবল টিম 2022 সালে মোট 12 টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে এরমধ্য 7 টি ম্যাচে জয়লাভ করে আর বাকি 5 টিতে ড্র করে। এছাড়াও 2022 সালে আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে ব্রাজিল। 2022 সালে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে ব্রাজিল ফুটবল টিম। যেখানে তারা পর্বে পর্বে 3 টি ম্যাচে অংশগ্রহণ করবে।

ব্রাজিল ম্যাচের সময়সূচি 2022

এবারের ফিফা বিশ্বকাপ ব্রাজিলের খেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই পোস্টে আপনাদের জানাব ব্রাজিলের খেলার সময়সূচি। ব্রাজিল ম্যাচের সময়সূচি জানার জন্য পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা এই পোস্টে আপনারা জানতে পারবেন ব্রাজিল ম্যাচের সময়সূচি 2022 সম্পর্কিত সকল তথ্য।

গ্রপ ” জি” হতে ব্রাজিল টিম এবার 2022 বিশ্বকাপ খেলবে। এই গ্রুপে রয়েছে মোট 4 টি দল যথা; ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

24 নভেম্বর→ ব্রাজিল বনাম সার্বিয়া→ লুসাইল স্টেডিয়াম।

28 নভেম্বর→ ব্রাজিল বনাম সুইজারল্যান্ড→ স্টেডিয়াম 974।

2 ডিসেম্বর→ ব্রাজিল বনাম ক্যামেরুন→ লুসাইল স্টেডিয়াম।

ব্রাজিল ফুটবল খেলার সময় বাংলাদেশ সময় অনুযায়ী

আপনারা অনেকেই আছেন যারা ব্রাজিল খেলার সময় অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন বাংলাদেশ সময় অনুযায়ী। কিন্তু , সঠিক তথ্য পান না। এতে করে আপনারা আপনার পছন্দের প্রিয় দলের সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন না। বাংলাদেশ হলো ব্রাজিলের চেয়ে অনেক দূরের একটি দেশ, যেখানে ব্রাজিল ও বাংলাদেশে এর মধ্যে সময়ের পার্থক্য অনেক। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে ব্রাজিল হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম একটি দেশ। বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার মতো একাধিক বিষয়ে ব্রাজিলের থাকলেও,  ব্রাজিলকে ফুটবল এক অনন্য স্থানে নিয়ে দাঁড় করিয়েছে।

24 নভেম্বর→ ব্রাজিল বনাম সার্বিয়া→ বাংলাদেশ সময় রাত 1:00 টা।

28 নভেম্বর→ ব্রাজিল বনাম সুইজারল্যান্ড→ বাংলাদেশ সময় রাত 10:00 টা।

2 ডিসেম্বর→ ব্রাজিল বনাম ক্যামেরুন→ বাংলাদেশ সময় রাত 1:00 টা।

ব্রাজিল লাইভ খেলা দেখার উপায়

2022 সালের কাতার বিশ্বকাপের খেলা লাইভ দেখতে চাইলে আপনাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা ব্রাজিলের খেলা লাইভ দেখানোর সকল ধরনের পদ্ধতি অনেক সুন্দর ভাবে আপনাকে বুঝিয়ে দিবো। ব্রাজিলের খেলা দেখতে হলে আমাদের আজকের এই পোস্ট অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।

আপনি যদি ফিফা বিশ্বকাপ খেলা লাইভ দেখতে চান তাহলে আপনার কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এবং টেলিভিশন চ্যানেল সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। আপনি ইচ্ছে করলে ইন্টার্নেশনাল টিভি চ্যানেলে বিশ্বকাপ খেলা করতে পারবেন। ব্রাজিলের খেলা লাইভ দেখতে হলে উপরে দেওয়া ব্রাজিলের খেলার সময় সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে আপনাকে টিভি চ্যানেলে প্রবেশ করতে হবে তাহলেই আপনি অতি সহজে ব্রাজিলের খেলা লাইভ দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *