ভালোবাসার কোনো অর্থ বা কোন পরিমাণ নেই, ভালোবাসা হলো মনের সাথে অপর মনের বন্ধন সৃষ্টি হওয়া। সত্ত ভ্যালেন্টাইনের কারণেই 14 ই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে উদযাপন করা হয়।
আদি যুগে এই দিনটিকে যেভাবে পালন করা হতো, এখন আর তা নয়। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এই দিনটি উদযাপন করার ধরন। এখন গোটা সপ্তাহজুড়ে পালন করা হয় ভ্যালেন্টাইন্স উইক। প্রতিটি দিনের আলাদা আলাদা নাম রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি।
**আমাদের আরও একটি পোস্টে আপনাদের স্বাগতম। আজকের এই পোস্টে আপনারা জানতে চলেছেন 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত কবে কোন ডে হবে তা সম্পর্কে। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক 7 থেকে 14 ই ফেব্রুয়ারি পর্যন্ত কবে কোন ডে _
ফ্রিতে টাকা ইনকাম করার নিয়ম
রোজ ডে কবে
7 ই ফেব্রুয়ারি রোজ ডে: রোজ ডে হল ভালোবাসা দিবসের প্রথম দিন।ভ্যালেন্টাইন্স এই সপ্তাহের শুরুটা হয় রোজ ডে থেকে।এই দিনটিকে ভালোবাসার মানুষকে লাল গোলাপ ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়।এই দিনটিতে আপনি আপনার ভালোবাসার মানুষকে লাল গোলাপ ফুল দিয়ে আপনার মনের কথা জানাতে পারেন।
**শুধুমাত্র এই না যে 7 এ ফেব্রুয়ারি ভালোবাসার মানুষকে লাল গোলাপ দিতে হবে আপনি চাইলেও আপনার কাছের মানুষকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। সেটা হোক আপনার প্রিয় মানুষ অথবা আপনার কাছের মানুষ।
প্রপোজ ডে কবে
ভালোবাসা দিবস নিয়ে উক্তি ও স্ট্যাটাস
8 ই ফেব্রুয়ারি প্রপোজ ডে: এই ভালোবাসা দিবসের দ্বিতীয় দিনটি হলো প্রপোজ ডে। এই দ্বিতীয় দিনটির অপেক্ষায় থাকে অনেক প্রেমিক-প্রেমিকা। তাদের প্রেমের গভীরতা বাড়াতে এই দিনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, কিন্তু কথাগুলো হয় অন্য দিনের চেয়ে স্পেশাল।
চকলেট ডে কবে
9 ই ফেব্রুয়ারি চকলেট ডে: এই দিনটি তে ভালোবাসা মানুষকে চকলেট দেওয়া হয়। মনের মানুষকে খুশি করতে, প্রেমের গভীরতা বৃদ্ধি করতে প্রিয় মানুষকে এই দিনে চকলেট গিফট করা হয়। আপনি চাইলে সাথে অন্য কোন কিছু গিফট করতে পারেন কিন্তু চকলেট কিন্তু দিতেই হবে।
টেডি ডে কবে
ভালোবাসার কবিতা
10 ই ফেব্রুয়ারি টেডি ডে: এই দিনে আপনি আপনার প্রিয় মানুষকে টেডি বিয়ার উপহার করতে পারেন।আর মেয়েরা টেডি বেশি পছন্দ করে, এজন্যই পছন্দের মানুষটিকে উপহার হিসেবে এই দিনে টেডি বিয়ার উপহার দেওয়া হয়।
প্রমিস ডে কবে
11 ফেব্রুয়ারি প্রমিস ডে: ভ্যালেন্টাইন্স উইক এর পঞ্চম দিন হল প্রমিস ডে। এই দিনটিতে প্রিয় মানুষের সঙ্গে একে অপরে প্রতিশ্রুতি জানাতে হয়। সুখে-দুখে সবসময় একই সাথে থাকবেন, কখনো একে অপরকে ছেড়ে যাবেন না। এছাড়াও সারাটা জীবন প্রিয় মানুষটির কাছে থাকার প্রতিশ্রুতি জানান এই দিনটিতে।
হাগ ডে কবে
12 ই ফেব্রুয়ারি হাগ ডে: যদি আপনি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন,তাহলে কিভাবে ভালবাসা প্রকাশ করবেন, সেটা নির্ভর করছে আপনার উপর।এই বিশেষ দিনে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে মনের সকল ভাব প্রকাশ করতে পারেন ।
কিস ডে কবে
কিস ডে নিয়ে উক্তি ও স্ট্যাটাস
13 ই ফেব্রুয়ারি কিস ডে: এই দিনটি প্রেমিক প্রেমিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিতে মনের মানুষকে চুম্বন করা হয়, চুম্বনের ফলে ভালোবাসা আরও গভীর হয়। আপনার ভালোবাসার মানুষকে চুম্বন করে মনের কথা জানাতে পারেন।
ভ্যালেন্টাইনস ডে কবে
14 ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে: এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরের সাথে দীর্ঘ সময় কাটিয়ে থাকে।এই দিনটি হলো ভ্যালেন্টাইন্স উইক এর শেষ দিন। আপনি আপনার প্রিয় মানুষকে এই দিনে স্পেশাল কথা গুলো বলতে ভুলবেন না কিন্তু।
**ভালবাসার জন্য নির্দিষ্ট কোন সময়ের দরকার হয় না, হয়না কোনো বিশেষ দিনের প্রয়োজন ভালোবাসার জন্য শুধুমাত্র প্রয়োজন একটি সুন্দর মনএর।
আরো পড়ুন: প্রেমের প্রস্তাব কিভাবে দেব
আরো পড়ুন:মেয়েদের ইমপ্রেস করার নিয়ম