Quotes

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। এই ২১ শে ফেব্রুয়ারি দিনটি বাংলার মানুষের জন্য গৌরবময় একটি দিন। বাংলা ভাষাকে অক্ষুন্ন রাখতে বাঙালি জাতি নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করেন। মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছেন অর্থাৎ শহীদ হয়েছেন তাদের সম্মানে তাদের স্মৃতির মাগফেরাত কামনা করার জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

২১ শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশেই নয় এই ২১ শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিকভাবে ১৪৪ টি দেশে পালন করা হয়। এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আরো সুন্দর ও স্মৃতিময় হিসেবে উদযাপন করার লক্ষ্যে কিছু কবিতার প্রয়োজন হয় আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যেকোনো কবিতা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

একুশে ফেব্রুয়ারি কবিতা

একুশে ফেব্রুয়ারি কথাটির সাথে বাংলার আবেগ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষাকে আমরা নতুন করে আবার ফিরে পাই। এই দিনটি ছিল আনন্দে ভরপুর একটি দিন। মাতৃভাষা রক্ষার জন্য সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরো অনেকেই তাদের শরীরের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে তাই আজকে আমরা স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি।

এই একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা গুলো আপনারা অনেকেই খুঁজছেন। কেননা আজকের এই দিনে একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সকলেই শেয়ার করছে তাই আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোন কবিতা আপনার ব্যবহৃত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো চলুন দেখে নেয়া যাক ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা গুলো।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১শে ফেব্রুয়ারি কবিতা
ফেব্রুয়ারি ২১ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত

হাজার যুগের সূর্য তাপে
জ্বলবে এমন লাল যে
সেই রহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে..।

প্রভাত ফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদ গীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা..।

চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরাম কে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি
ফেব্রুয়ারির শোকের বসন
পরল তারই ভঙ্গি

কবিতা
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
সালাম বরকত রফিক জব্বার
আসবেনা তো ফিরে তারা_
আসবে না তো ফিরে।

বাংলা ভাষা জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙ্গা করেছে
স্মৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুড়ে।

তাদের জন্য পেয়েছি আজ
আমার বাংলা ভাষা
স্বাধীনভাবে পথ চলে যায়
মনের আশা।

বাংলা ভাষায় বাংলা মায়ে
ডাকছে তোরা আয়
রক্ত তোদের চাইনি বৃথা
দেখবি বলে আয়
সবাই রয়েছে ওদের আশায়
ওরা আসেনি তো ফিরে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস_১৯৫২

কবিতা
একুশ মানে আশার আলো

হাসিমুখে জীবন দিল
একটি ফুলের জন্য।

একুশ হল স্বাধীনতার
বিশ্ববাসী ও মানবতার
বাংলা হল ধন্য।

একুশ হল স্মৃতির কথায়
বাংলা মায়ের বুকের ব্যথায়
শহীদ দিবস গণ্য।

একুশ আসে জীবন থেকে
মাতৃভাষার মর্যাদা রেখে
একুশ নয়তো পণ্য।

একুশ ডাকে আপন করে
রফিক বরকত ভাইকে ধরে
দূর করে শত্রুর আরোগ্য।

২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা

কবিতা
হে আমার মাতৃ ভাইয়েরা

সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে
তোমাদের কণ্ঠস্বর
স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে
ভেসে আসবে
সেই দিন আমার দেশের জনতা
খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে
ঝুলাবেই ঝোলাবে
তোমাদের আশা অগ্নি শিখার মত জ্বলবে
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।

কবিতা
ভাষা সেতো মায়ের বুলি
প্রানের চেয়েও প্রিয় জানি
সে ভাষাতে প্রাঞ্জ উড়ালো
সবার মুখের তৃষ্ণা মিটালো..।

যে ভাষাতে সদা থাকে জাতি
সে ভাষার কোন দশা আজি
তারা মানে না তো বাধা
ভঙ্গ করতে ধারা..।

হায়রান গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনী প্রতিধ্বনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই..।

কবিতা
আমাকেই হত্যা করে ওরা

বায়ান্নর রৌদ্রময় পথে
আমাকেই হত্যা করে ওরা
উনসত্তরের বিদ্রোহী প্রহরে

একাত্তরে পুনরায় হত্যা করে
ওরা আমাকেই
আমাকেই হত্যা করে ওরা
পথের কিনারে..।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস_১৯৫২

২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা

কোন এক মাকে
কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা
স্বজনের ঢাকায়
ভরে গেছে গাছটা।

আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি
খোকা তুই কবে আসবি
কবে তোর ছুটি?

চিঠিটা তার পকেটে ছিল
সেরা আর রক্তে ভেজা
মাগো! ওরা বলে
সবার কথা কেড়ে নেবে

তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না
তুমি বলো মা!
তা কি কখনো হয়?

তাই তো আমার দেরি হচ্ছে
তোমার জন্য
কথার ঝুড়ি নিয়ে
তবেই না ফিরব বাড়ি।

একুশের কবিতা
ভিতর মহলে খুব চুনকাম কৃষ্ণচূড়া

এই তো ভোটার আয়োজন
বাড়ি ঘর কি রকম যেন তাকে হলুদ অভ্যাসবসে চিনি
হাওয়া একে তোলপাড় করে বলে, একুশের ঋতু!
ধীরে ধীরে সন্ধ্যার সমস্ত রং মনে পড়ে
সূর্যাস্তের লিন সরলতা
হঠাৎ আমারই জামা সূর্যাস্তের রঙ্গে ছেয়ে যায়
আর আমার অজ্ঞাতে কারা আর্তনাদ করে ওঠে রক্তাক্ত রক্তিম
বলে থাকে আমি পুনরায় আকাশখানি রে চেয়ে দেখি
নক্ষত্রপুঞ্জের মৌন মেলা
মনে হয় এঁকেবেঁকে উঠে যাবে আমাদের
ছিন্নভিন্ন পরাস্থ জীবন
অবশেষে বহুদূরে দিগন্তের দিক চিহ্ন মুছে দিয়ে
ডাক দেবে আমরাই জয়ী

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা

কবিতা
আগুন ঝরা ফাল্গুন দিনে

মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে
রক্ত স্রোত যায় যে বইয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
আপনের বিস্ময়ে।

এই কাহিনী কল্পনা নয়
রূপকথার কোন গল্পও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হল সেই রক্ত লালে
নয় অজানা কারো।

এখন শুধু ২১ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিকে নয়
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

একুশের কবিতা
বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ

শহীদ হয়েছে তারা অক্ষয় অমর অম্লান
ভুলিনি আজও তাদের রক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
৫২ সালের ২১ এর এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
ঝিল ঝিল হাওর নদী কল কল টানে
আমাকে বাংলা ভাষায সুখে দুঃখে ডাকে
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতে জোনাকি ফুল খুশি মানে না বাঁধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্রভাষা বাংলা ভাষা, মায়ের ওই ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *