Quotes

বিজয় দিবস নিয়ে বিখ্যাত কবিতা

বিজয় দিবস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা 1971 সালে আজকের এই দিনটিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি । আমাদের এই বাংলার জমিন স্বাধীনতার জমিন হিসেবে পেয়েছি । তাই এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের ।

আজকের এই পোস্টটিতে আমরা বিজয় দিবস নিয়ে মন ছুঁয়ে যাওয়া কবিতাগুলো বলবো। যেগুলো আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং চাইলে আপনারা এগুলো কপি করে পোস্ট করতে পারেন । তো চলুন দেখে নেয়া যাক বিজয় দিবস নিয়ে বিখ্যাত কবিতা।

বিজয় দিবস নিয়ে বিখ্যাত কবিতা

16 ই ডিসেম্বর

16 ই ডিসেম্বর এলে মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে আর ফেরেনি ঘরে ।
পাকহানাদারদের ওই হাতে মরল মানুষ দিন রাতে
দেশের জন্য জীবন দিয়ে শহীদ হলো তারা তাতে

নয় মাস যুদ্ধ করে সব হানাদাররা হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের দেশের নাম বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ শহীদ হয়ে গেছে।

42 বছর পরে এসে 16 ই ডিসেম্বরে
দেশকে মোরা কি দিয়েছি দেখি হিসাব করে।
দেশের মানুষ থাকুক ভালো মিলিয়ে কান্না হাসি
আস সবাই একটু হলেও দেশকে ভালোবাসি।

বিজয় দিবস

71 এর এই দেশেতে হানাদার হানা দেয়
দেশকে স্বাধীন করতে বাঙালি অস্ত্র তুলে নেয়।

71 এর এই দিনেতে হয় সীমাহীন যুদ্ধ
তাদের কাহিনী শুনলে মোদের শ্বাস হয়ে যায় বন্ধ ।

30 লক্ষ শহীদ আর মা-বোনের বিনিময়
স্বাধীন বাংলাদেশ এর ঘটে উদার অভ্যুদয়।

বিজয়ের মাস

নয় মাস জুড়ে যুদ্ধ শেষে
16 ডিসেম্বর
বীর বাঙ্গালী বিজয় নিয়ে
ফিরলো মায়ের ঘর।

কেউ ফিরেছে , কেউ ফেরে নি
যারা দিল প্রাণ
যুদ্ধ করে জীবন দিয়ে
রাখল দেশের মান।

ডিসেম্বরে তাদের জন্য
ভালোবাসার গান
গাইব আমরা শুনব আর
পাখির কলতান।

বিজয় দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ছন্দ

বিজয় মানে কবিতা

বিজয়ের দিন

বাংলাদেশ পাক-শাসনের আসন যেদিন টলে
সেদিন টাকে আজকে সবাই বিজয় দিবস বলে।
বিজয় কিন্তু অনেক দামী সহজলভ্য নয়
মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।

লাল সবুজের পতাকা টা আজকে খুঁটি শক্ত
আনতে সেটা, বীর সেনারা দিয়েছিল রক্ত।
বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায়না মোটে
তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।

বিজয় দিবস রক্তে ধোয়া, বীর শহীদের স্মৃতি
বিজয় নিয়েই আজকের লেখা কবিতা আর গীতি।
বিজয় মাখা ফুলে-পাতায়, বিজয় সবুজ ঘাসে
বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে ।

দীর্ঘ নয় মাস

দিনের পর দিন অবিচার অত্যাচার
বছরের পর বছর শূন্য ন্যায় বিচার ।
দীর্ঘ নয় মাস রেখেছে মোদের
বিনা বেতনের দাস দীর্ঘ নয় মাস ।

30 লক্ষ শহীদের তাজা লাল রক্ত
2 লক্ষ মা বোনের নিষ্পাপ সত্যি ইজ্জত।
দীর্ঘ নয় মাস দুধের কোলের শিশু
না বালিকার সর্বনাশ দীর্ঘ নয় মাস।

প্রাণ গেল অসংখ্য শিক্ষক, ছাত্র, শিল্পীর
সাহিত্যিক কবি আবাল বৃদ্ধা বনিতার ।
দীর্ঘ নয় মাস এ দেশ স্বাধীন হবে
করতো তারা উপহাস, দীর্ঘ নয় মাস।

২৬ শে মার্চ নিয়ে উক্তি স্ট্যাটাস ও কবিতা

বিজয় দিবস নিয়ে কবিতা

পাগলী মা টা

ফিরে এলো বিজয় দিবস নেই তো খোকা ঘরে
সেই যে গেল আর এলোনা যুদ্ধে একাত্তরে ।
স্বপ্ন বুনে পাগলি মা টা, ফিরবে খোকা কবে?
ফুলের মালা গলায় দিবে ফুল ঝরে যায় টবে।

ছেলে আসবে আসবে ছেলে পাগলি মাটা চাচায়
পাগলি মাটা রুক্ষ সূক্ষ্ম যত্ন নিতে চায় ।
প্রতিবারে বছর শেষে বিজয় যখন আসে
ছেলেহারা পাগলি মাটা দাঁত কেলিয়ে হাসে

বিজয়ের মাস

বিজয় মাসে ভোরের রবি, ছড়ায় আলো হাসিতে
যেমনি করে সুরের মায়া রাখল ছড়ায় বাঁশিতে।
বিজয় ছবি আঁকতে থাকি পরীর ডানা পাখিতে
বন-বনানী গাছ-গাছালি অবুঝ শিশুর আঁখিতে।

বিজয় হাসি নাচতে থাকে পল্লী-বালার চুলেতে
সবুজ ঘাসে, ধানের শীষে, শিশির ভেজা ফুলেতে।
বিজয় সুরে উড়তে থাকি বিজয় খুশির ঘড়িতে
উড়ে উড়ে যায় হারিয়ে নাম না জানা পুরীতে

বিজয় দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ছন্দ

বিজয় দিবসের বিখ্যাত কবিদের কবিতা

শেখ মুজিবুর নাম

একটি আঙুল গর্জে উঠে করলো যেদিন শাসন
উঠলো কেঁপে পাকবাহিনীর স্বৈরাচারী আসন।

তার ইশারায় বীর বাঙালি বুকের জমিন পাতে
মুক্ত করে দেশ ভক্তি গর্বে ওঠে মেতে।

এই আঙুলই জাতির পিতার শেখ মুজিবুর নাম
জাতির পিতার জায়গাতে তার নাম লিখে রাখলাম।

এই পতাকা এই পতাকা আমার
এই পতাকার মান বাঁচাতে ভয় করেনি বৌমার।

এই পতাকা বাবার এই পতাকা সবার
এই পতাকা দেয় প্রেরণা মুক্ত হতে যাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *