অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ এখন নিজ দেশে সীমাবদ্ধ থাকতে চায় না। নিজের দেশ ব্যতীত বাহিরের দেশে যাতায়াত করতে চায় হাজারো মানুষ। কেউবা ঘোড়ার উদ্দেশ্যে কেউবা কাজ করার উদ্দেশ্যে প্রযুক্তির উন্নয়নের খুব সহজেই মানব জাতি আজ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারছে।
যাতায়াত করার জন্য সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ ব্যবস্থা হল বিমান ব্যবস্থা। পূর্বে টিকিট বুকিং করতে অনেক সময় এর প্রয়োজন হতো টিকিট কাটার জন্য এয়ারপোর্টের টিকিট কাউন্টারে অথবা অনুমতিপ্রাপ্ত এজেন্ট পয়েন্টে গিয়ে টিকিট কাটতে হত। এতে করে আপনার গুরুত্বপূর্ণ সময় লস হত। কিন্তু এখন তথ্যপ্রযুক্তি সকল কিছু হাতের মুঠোয় এনে দিয়েছে এখন আপনি ইচ্ছে করলে বাংলাদেশের বিমানের টিকেট যেকোনো স্থানে থেকে বুকিং করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।
আরো দেখুন:-
মালয়েশিয়া ভিসা কবে খুলবে।
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম।
এয়ার টিকেট বুকিং
বর্তমান সময়ে অনলাইন সেবা আমাদের জীবন চলার পথকে অনেক সহজ করে দিয়েছে। বাস-ট্রেন সহ প্লেনের টিকিট ক্রয় করা সম্ভব এখন ঘরে বসেই। এতে করে আপনার বাড়তি কোনো হয়রানি তে পড়তে হলো না এবং আপনার গুরুত্বপূর্ণ সময় বেচে যাবে। সুতরাং, অনলাইন থেকে ঘরে বসেই আপনি যাত্রার উদ্দেশে টিকেট ক্রয় করতে পারলেন এজন্য টিকেট ক্রয়ের নিয়ম সম্পর্কে জানতে হবে।
আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বিমানের টিকেট ক্রয় করতে পারেন। এর জন্য আপনার এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে হবে কেননা এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন বিমানের টিকেট কিভাবে ক্রয় করতে হয়। তো চলুন দেখে নেয়া যাক বিমানের টিকেট কিভাবে ক্রয় করা যায়।
বিমানের টিকেট মূল্য
বিমানের টিকেটের মূল্য সবারই জানা থাকার কথা না। কেননা সাধারণ মানুষ সব সময় বিমানে যাতায়াত করে থাকে না এর জন্য বিমানের যাতায়াত ভাড়াটাও মনে থাকার কথাও না। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিমানের টিকেট মূল্য তো চলুন দেখে নেয়া যাক।
আপনি যদি বাংলাদেশে এক স্থান থেকে আরেক স্থানে বিমানে যাতায়াত করতে চান তাহলে আপনি যেভাবে বিমানের টিকেট মূল্য জানতে পারবেন তা হল:
1. প্রথমে আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে https://booking.biman-airlines.com/ এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
2. আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গার নাম উল্লেখ করে দিন।
3. এরপর আপনি যেই জায়গার নাম উল্লেখ করে দিয়েছেন সেই জায়গায় যেতে কত টাকা লাগবে তা সুন্দরভাবে উঠে আসবে, এবং আপনি আপনার টিকেটের দাম জানতে পারবেন।
বিমানের টিকেট কাটার এপস
বিমানের টিকেট কাটার জন্য আপনি যদি অ্যাপস ব্যবহার করতে চান তাহলে এটা হতে পারে আপনার জন্য অনেক সহজ পন্থা। কেননা যাদের অন্যান্য নিয়ম বুঝতে অসুবিধা হয় তারা এপস ব্যবহার করে বিমানের টিকেট ক্রয় করতে পারে তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপসের মাধ্যমে বিমানের টিকেট ক্রয় করার নিয়ম।
1. বিমানের টিকেট কাটার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
2. অ্যাপসটি ওপেন হলে ক্রয় স্থানে ক্লিক করুন।আপনি কোথায় যেতে চান সেই জায়গার নাম উল্লেখ করে দিন। এবং কোন সময় যাবেন তা নির্ধারণ করে দিন।
3. এরপর আপনার সামনে এয়ারলাইন্স এর নাম চলে আসবে এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি বিমান সিলেক্ট করে নিন।
4. এরপর আসবে পেমেন্ট করার অপশন 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে টিকিট ক্রয় করতে হবে।
এই অ্যাপস এর মধ্যে থাকবে ইন্টার-অ্যাকটিভ ড্যাশবোর্ড, লাইভ খোঁজা ও টিকেট বুকিং এর অপশন, বুকিং এরপর অর্থ পরিশোধ করার পদ্ধতি, বুক দেওয়া টিকিটের বিস্তারিত হালনাগাদ। অনলাইনে পেমেন্ট সুবিধা, টু-ফ্যাক্টর সুবিধা নিরাপদ ব্যবস্থা, ইন্টারঅ্যাকটিভ এসএমএস ইমেজ ইত্যাদি।
অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম
আপনি যদি অনলাইনে বিমানের টিকেট চেক করতে চান তাহলে আপনার প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যা করতে হবে তা আমি সিরিয়াল ভাবে দেখিয়ে দিচ্ছি।
1. প্রথমে ওয়েব সাইটে ঢোকার পর মেনুবার থেকে “Manage Booking” সিলেক্ট করতে হবে। আপনার টিকেটে থাকা PNR নাম্বার “Booking Id or PNR” এর জায়গায় দিতে হবে।
2. এরপর আপনার নামের শেষ অংশ Passenger′s Last Name এর জায়গায় দিতে হবে।
3. এরপর আপনাকে Find Reservation বাটনে ক্লিক করতে হবে। এরপর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার টিকেট এর সব তথ্য দেখতে পাবেন।
4. এখানে আপনার ফ্লাইট এর তারিখ, সময় ও অন্যান্য তথ্য দেখতে পাবেন।
উপরের দেওয়া স্টেপ গুলো যদি ভালোভাবে বুঝে আপনি নিজে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি অনলাইনে বিমানের টিকেট চেক করতে পারবেন। এতে আপনার কোন প্রকার সমস্যায় পড়তে হবে না।
অভ্যন্তরীণ বিমান টিকেট ক্রয়
আজকাল ই-বুকিং এর মাধ্যমে ঘরে বসেই টিকেট কাটা যাচ্ছে। অনলাইনে বিমানের টিকেট অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম দামে পাওয়া যায়। অনলাইন টিকেট বুকিং করার জন্য বাংলাদেশের বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো:- (booking.com) (expedia.com) (makemytrip.com) ইত্যাদি।এসব ওয়েবসাইটে সহজে বিমানের টিকেট ক্রয় করতে পারবেন। এসব সাইটে প্রায় সময় ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে আকর্ষণীয় অফার দেয়া হয়।
mdshamimmdshamim835@gmail.com