Tips

সৌদি আরব ভিসা – ভিসা চেক করার নিয়ম

এশিয়া মহাদেশে সর্ববৃহৎ আরব দেশ হিসেবে সৌদি আরব বিখ্যাত। বাংলাদেশ থেকে যারা বিদেশ শ্রমিক হিসেবে যায় এদের মধ্য বেশি সংখ্যক লোক ঐ সৌদি আরব অবস্থান করে থাকে। দেশটিতে থাকা তেলের খনির কারণে দেশে অর্থনৈতিক অবস্থা বেশ সমৃদ্ধ। দেশটির প্রায় 90% টাকা আয়ের এর উৎস হল তেল রপ্তানি। এছাড়াও দেশটিতে রয়েছে বেশকিছু স্বর্ণ ও গ্যাসের খনি যার ফলে বিভিন্ন দেশ থেকে শ্রমিক হিসেবে সৌদি আরব গিয়ে থাকে।

আসসালামু আলাইকুম, আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে চলেছেন পাসপোর্ট নাম্বার দিয়ে ছবি সহ সৌদি আরবের ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে। সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাদের যা করতে হবে তা এই পোস্টটিতে সম্পূর্ণ পেয়ে যাবেন তাই পোস্টটি সম্পূর্ণ পড়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে নিন।

আরো দেখুন:-
মালয়েশিয়া ভিসা কবে খুলবে।
মালয়েশিয়া কাজের বেতন কত।

নতুন নিয়মে সৌদি ভিসা চেক

বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশগুলোর ভিসা অনলাইনে চেক করা যায়। তাই প্রতারণা থেকে বাঁচতে প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ভিসা অনলাইনে চেক করে নিতে হবে, ভিসাটি বৈধ কিনা নিশ্চিত হওয়ার জন্য।

সৌদি আরব ভিসা চেক সম্পর্কে আপনারা যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমরা সৌদি ভিসা চেক করার নিয়ম নিয়ে এসেছি। এবং এর সাথে আপনারা জানতে পারবেন সৌদি ভিসা সম্পর্কে অন্যান্য তথ্য।বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছে সৌদি আরবে। বাংলাদেশের নাগরিক সৌদি আরবের ভিসার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে থাকেন। পোস্টটি সম্পুর্ণ পড়তে থাকুন তাহলে আপনারা সৌদি আরবের ভিসা চেক সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।

সৌদি ভিসা চেক করার লিংক

আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা চেক করতে চান তাহলে কয়েকটি নিয়মে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন এরমধ্য সৌদি আরব ভিসা চেক করার জন্য যে লিঙ্কটি রয়েছে সে লিংকে গিয়ে যদি প্রবেশ করে ভিসা চেক করতে চান সেটি হবে আপনার জন্য অনেক সুবিধাজনক এজন্য আপনার জন্য আমরা নিয়ে এসেছি সৌদি আরব ভিসা চেক করার লিংক।

আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা চেক করতে চান তাহলে আপনার সৌদি আরব ভিসা চেক করার লিংক টি অবশ্যই জানতে হবে আপনি যদি লিংকটি না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই আমরা তো আপনার জন্য ভিসা চেক করার লিংক টি নিয়ে হাজির হয়েছি।

লিংকটি হলো: https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData

সৌদি আরব ভিসা চেক

আপনি যদি আপনার ভিসা চেক করতে চান তাহলে আপনার যা যা করতে হবে তা এই পোস্ট টিতে সম্পূর্ণ পেয়ে যাবেন। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে আপনি সৌদি আরব ভিসা সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তো চলুন দেখে নেয়া যাক সৌদি আরব ভিসা চেক করার নিয়ম।

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকটিতে প্রবেশ করতে হবে।
  2. লিংকে প্রবেশের পর পেইজটি যদি আরবীতে থাকে এবং আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে উপরে ডানপাশে মেনু বাটনে ক্লিক করে সেখানে ইংরেজি অপশনে ক্লিক করে ইংরেজিতে করে নিবেন।
  3. এরপর সেখানে ছবি মত Find Applicant Date নামক ফরম ওপেন হবে সেখানে আপনার Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার টি লিখবেন।
  4. এরপর Current Nationality তে আপনি যে দেশ থেকে ভিসাটি খুঁজছেন সে দেশের নাম টি সিলেক্ট করুন।
  5. এরপর আপনার Visa Type হিসেবে আপনার ভিসা কোন ধরনের তা সিলেক্ট করে দিন।
  6. সবশেষে Image Code টি লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন।

উপরে যে 6 টি ধাপে সৌদি আরব ভিসা চেক সম্পর্কে আমরা আপনাদের দেখিয়েছি আপনি যদি সম্পূর্ণ ধাপ অনুসরণ করেন তাহলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে অনায়াসে সৌদি আরব ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

আপনি যদি বাংলাদেশ অথবা অন্যান্য যেকোন দেশ থেকে সৌদি আরবের ভিসা চেক করতে চান তাহলে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে তা আমরা সুন্দরভাবে তুলে ধরছি আশা করি আপনি বুঝতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে যদি ভিসা অনলাইনে দেখা যায় তাহলে বুঝবেন ভিসাটি বৈধ। যদি ভিসা টি বৈধ হয় তাহলে অনলাইনে সকল তথ্য পাবেন। এজন্য আপনাকে উপরে দেওয়া লিংকটিতে ক্লিক করে সকল কিছু সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করলেই আপনার পাসপোর্ট এর সকল কিছু জানতে পারবেন।

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ

আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা চেক করতে চান তাহলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে মাত্র 2 মিনিটে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা আসল না নকল চেক করতে পারবেন। সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আপনার সামান্য কিছু ধারনা থাকতে হবে। সৌদি আরবের ভিসা চেক কিভাবে করবেন সে সম্পর্কে উপরে বলে দিয়েছি আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন।

শেষ কথা: আপনার যদি কোন অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *