Quotes

বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি ও ছন্দ

আজকের এই পোস্ট টি তে আমরা বঙ্গবন্ধুর দেওয়া শ্রেষ্ঠ কিছু উক্তি জানব । অনেকেই আছেন যারা বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি ও ছন্দ খুঁজে থাকেন। এবং ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট ।

আপনারা যারা বঙ্গবন্ধুর বিখ্যাত কিছু উক্তি জানতে চান , তাদের জন্য এখানে রয়েছে বঙ্গবন্ধুর কিছু উক্তি এবং বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু উক্তি। আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে ।

তো চলুন দেখে নেয়া যাক বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি ও ছন্দ ।

বঙ্গবন্ধুর বিখ্যাত কিছু উক্তি

> মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে, যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন ত্যাগ করতে পারে ।

>প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।

>সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।

> আমরা যখন মুহূর্তে এসে গেছি আমাদের তখন কেউ আর থামাতে পারবেনা, জাগো বাঙালি জাগো ।

> এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম  ।

>আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারব না।

>যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।

> দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।

>সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।

> গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে ।

>বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।

>পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।

> শহীদদের রক্ত বৃথা যেন না যায়।

>আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।

>সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।

> সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।

>বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।

>এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ।

> আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারবোনা ।

বঙ্গবন্ধুকে নিয়ে সেরা উক্তি

আপনারা হয়তো অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে সেরা উক্তি গুলো খুঁজছেন । এবং আপনারা আপনাদের ফেসবুকে অথবা, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি পোস্ট করতে চান । তো আর দেরি না করে ,আজ দেখব বঙ্গবন্ধুকে নিয়ে সেরা উক্তি গুলো ।

> বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা ।

>আমি হিমালয় দেখিনি তবে ব্যক্তি হিসাবে বঙ্গবন্ধুকে হিমালয় হিসাবেই দেখেছি ।

> বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশ শুধু এতিম হয়নি,, বিশ্বাসী হারিয়েছে এক মহান সন্তানের ।

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ তাই তিনি অমর ।

> শেখ মুজিবুর রহমান ভিয়েতনামি জনগণকে অনুপ্রাণিত করেছিলেন এবং মনে থেকে সাহস যুগিয়ে দিয়েছিলেন ।

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নিরলস রাষ্ট্রনায়ক ।

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয় বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস ।

> শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, আকাশে বাতাসে ওঠে রণি বাংলাদেশ, আমার বাংলাদেশ ।

> শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের সম্পত্তি নয়, তিনি সমগ্র বাঙালির মুক্তির অগ্রদূত ।

বঙ্গবন্ধুকে নিয়ে কিছু ছন্দ

>যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান_
তত কাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান ।

>ছয় দফাকে জানতে হবে_ জানতে হবে হামলাকে_
আগরতলা ষড়যন্ত্র মামলাকে ।

> বঙ্গবন্ধু উপাধি আর জানতে হবে ভোট কে_
70 সালে পাকিয়ে ছিল ঘোট কে ?

>মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর_
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর ।

> জাতিকে জাগাতে যদি প্রাণ কাঁদে কারো_

এমন মহান নেতাকে কেউ এনে দিতে পারো ?

> মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়_
স্বাধীন দেশে ঘুরে ফিরে স্বস্তি ফিরে পায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *