schedule

2023 সালের দূর্গা পূজার সময়সূচী

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পোস্ট টি আমরা শুরু করতে যাচ্ছি। পূজা হলো হিন্দু ধর্মাবলি যারা আছে তাদের জন্য সবচেয়ে বড় উৎসব এ উৎসবে তারা অনেক আনন্দ উল্লাস করে থাকে । সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা ।

হিন্দু ধর্মে বৎসরে তেরোটি পূজা হয়ে থাকে । এর মধ্যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এজন্য দুর্গাপূজায় মন টা অনেক আনন্দে ভরে উঠে ।বিশ্বের প্রায় প্রতিটা প্রান্তেই বাঙ্গালিরা এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে। প্রবাসী বাঙ্গালিরাও দুর্গাপূজার আয়োজন করে থাকে। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা বাংলাদেশেও দুর্গোৎসবের দিনগুলিতে সরকারি ছুটি থাকে।

দূর্গা পূজা কখন শুরু হয়

আশ্বিন মাসের শুক্লপক্ষে বাঙালি শারদ উৎসবে মেতে ওঠে। শুক্লপক্ষের ষষ্ঠ দিন ষষ্ঠী থেকে দশম দিন অর্থাৎ দশমী পর্যন্ত দেবীর আরাধনা চলে। নবমীর রাত থেকে শুরু হয়ে যায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি। সন্ধিপুজা হয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে।মহা নবমী থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পালা। নবমীর রাতের পর থেকেই আনন্দ মিলে মিশে যায় বিদায়ের সুরে । ঘরের মেয়ের ফিরে যাবার সময় হয়ে এলো।

মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা হয়। দেবী দুর্গার দশ হাত, প্রত্যেক হাতে রয়েছে অস্ত্র । দেবী দুর্গাকে শক্তি প্রতিরূপ রূপে পূজা করা হয়।সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা, আজকের এই নিবন্ধে আমরা 2023 সালের দূর্গা পূজার সময় সুচি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

আপনি যদি দুর্গাপূজা নিয়ে 2023 সালের সময়সূচী অনুসন্ধান করেন । তাহলে এই পোস্ট টি আপনার জন্যই। তো চলুন দেখে নেয়া যাক 2023 সালের দূর্গা পূজার সময়সূচী ।

2023 সালের দূর্গা পূজার সময়সূচী 

2023 সালের ক্ষেত্রে পুজো কিছুটা পিছিয়ে গিয়েছে । অর্থাৎ, ওই বছর অক্টোবরের শেষার্ধে দুর্গা পূজা বন্দনায় মেতে উঠবে বাঙালি।

>> 19শে অক্টোবর মহাপঞ্চমী ।

>> 20 শে অক্টোবর মহাষষ্ঠী ।

>> 21 এ অক্টোবর মহাসপ্তমী ।

>> 22 শে অক্টোবর মহাষ্টমী ।

>> 23 শে অক্টোবর মহানবমী।

>> 24 শে অক্টোবর বিজয়া দশমী ।

দুর্গাপূজা নিয়ে কিছু কথা

দুর্গাপূজা সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর নানা ধরনের উল্লাস এবং অনেক সাজসজ্জার মাধ্যমে পালন করা হয়। দুর্গাপূজা বাঙালীদের প্রধান উৎসব হিসেবে পালন করা হয়। উৎসবে অনেক মজা , আনন্দ এবং হইহুল্লর হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলা সহ সম্পূর্ণ ভারত দুর্গাপূজার হাওয়া বইতে থাকে ।

মহালয়া থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমীতে দুর্গাপূজার জমজমাট আনন্দে মেতে ওঠে এবং তা দেখতে কতইনা! অপরূপ সৌন্দর্য। দুর্গাপূজা পশ্চিমবঙ্গে একটি বৃহত্তম এবং সর্বাধিক বাই বহুল খরচ হয়ে থাকে ।ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে বৃহৎ ভাবে পালন করা হয় । দুর্গাপূজার 5 দিন ধরে অনুষ্ঠিত হয়, মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষী, মা সরস্বতী, শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদেরও পূজা করা হয়।

 শেষ কথা : আজকের এ পোস্টটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন । আশাকরি উপরের তথ্য গুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাইট টির অন্যান্য পেজ গুলো ঘুরে আসবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *