schedule

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া

আপনি যদি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার জন্য সময়সূচী ও ভাড়া কত তা খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য। কেননা এই পোস্টটিতে আপনি পেয়ে যাচ্ছেন: ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকেট, ট্রেনের সময়সূচী, অনলাইনে ট্রেনের টিকেট সম্পর্কিত সকল তথ্য।

আসসালামু আলাইকুম আমাদের আরও একটি পোস্টে আপনাদের স্বাগতম ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 245 কিলোমিটার। এই সম্পূর্ণ পথটি অতিক্রম করার জন্য আপনাকে যা যা জানতে হবে তা এই পোস্টটিতে আপনি সুন্দর ভাবে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।

আরও দেখতে পারেন:
ঢাকা টু কক্সবাজার বাসের ভাড়া তালিকা।
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম।

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী খুঁজে থাকেন তাহলে সম্পূর্ণ এ পোস্টটি আপনার জন্যই। এ পোস্টটিতে আপনি পেয়ে যাবেন ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য সকল ট্রেনের যাতায়াত সময়সূচী। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য চারটি ট্রেন রয়েছে যথা: 1. সিল্কসিটি এক্সপ্রেস। 2. পদ্মা এক্সপ্রেস। 3. ধুমকেতু এক্সপ্রেস। 4. বনলতা এক্সপ্রেস। এই ট্রেনগুলোর সময়সূচী নিচে দেওয়া হল।

  1. সিল্কসিটি এক্সপ্রেস→ ছাড়া হয় 14:45 পৌঁছায় 20:35 → ছুটির দিন: রবিবার।
  2. পদ্মা এক্সপ্রেস→ছাড়া হয় 23:00 পৌঁছায় 04:30 → ছুটির দিন: মঙ্গলবার।
  3.  ধুমকেতু এক্সপ্রেস→ছাড়া হয় 06:00 পৌঁছায় 11:40 → ছুটির দিন: শনিবার।
  4.  বনলতা এক্সপ্রেস→ছাড়া হয় 13:30 পৌঁছায় 18:15 → ছুটির দিন: শুক্রবার।

ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকেট

আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য অনলাইন টিকেট কিভাবে কাটবেন তা বুঝে না থাকেন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন তাহলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন ঢাকা টু রাজশাহী অনলাইন টিকেট কিভাবে কাটতে হয়। এছাড়াও থাকছে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো স্থানে টিকেট কিভাবে কাটবেন সে সম্পর্কিত তথ্য। অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে যা যা করতে হবে:

  1. প্লে-স্টোরে গিয়ে সার্চ করতে হবে “Rail Sheba” প্রথমে যে অ্যাপসটি পাবেন সেটি ইন্সটল করবেন।
  2. অ্যাপস টি ওপেন করার পর একটা একাউন্ট খুলতে হবে।
  3. এরপর ′From′ অপশনে ঢাকা সিলেক্ট করবেন আর ′To′ অপশনে রাজশাহী সিলেক্ট করবেন।
  4. আপনি যেই ট্রেনে যেতে চান সেই ট্রেনে ক্লিক করে সিলেক্ট করবেন।
  5. এরপর আপনি কত তারিখে যাবেন সেই তারিখ টি সিলেক্ট করবেন। এরপর আপনাকে “Continue Perseverance” নামে অপশনে ক্লিক করতে হবে।
  6. এখন আপনি যেকোন মাধ্যমে টাকা পাঠিয়ে আপনার টিকেট টি বুকিং করতে পারবেন।

ঢাকা টু রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী

ঢাকা টু রাজশাহী ট্রেনে যাতায়াত করার জন্য এ রুটে রয়েছে চারটি ট্রেন। ট্রেনগুলো হলো সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস। আপনি ইচ্ছে করলে এই চারটি ট্রেনের যেকোন একটিতে ঢাকা থেকে রাজশাহী যাতায়াত করতে পারবেন। এইগুলো অত্যন্ত সুন্দর ও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। এই ট্রেনগুলোতে যাতায়াত করতে চাইলে আপনার খুব বেশি অর্থ গুনতে হবে না। তাই আপনি এই চারটি ট্রেনের যেকোন একটিতে ঢাকা থেকে রাজশাহী অনায়াসে যেতে পারেন। আপনি যদি কম খরচে ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে শোভন চেয়ার টি সিলেক্ট করতে পারেন এতে আপনার খরচ অনেক কম হবে।

ঢাকা টু রাজশাহী বনলতা ট্রেনের সময়সূচী

বনলতা এক্সপ্রেস হলো বাংলাদেশের একটি বিরতিহীন এবং আধুনিক আন্তঃনগর ট্রেন। এই ট্রেন টি ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। ঢাকা-রাজশাহী রুটে অন্যান্য ট্রেনের মত এই বনলতা ট্রেন টি এত বেশি থামেনা তাই ঢাকা-রাজশাহী যাত্রীদের কাছে এই ট্রেনটি অনেক জনপ্রিয়।

সময়সূচী: বনলতা এক্সপ্রেস হল একটি বিরতিহীন ট্রেন। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে 13:30 মিনিটে ছেড়ে যায়। এই ট্রেনটি রাজশাহী পৌঁছায়18:15 মিনিটএ। শুক্রবার বনলতা এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন এ কারণে শুক্রবার বনলতা এক্সপ্রেস চলাচল করে না ।

শেষ কথা: আপনার যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী অথবা ভাড়া নিয়ে কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনি ঢাকা থেকে রাজশাহী যাতায়াত করার জন্য কোন অসুবিধা হবে না। শুভ হোক আপনার আগামী পথ চলার দিনগুলো_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *