ঢাকা টু কক্সবাজার বাসের ভাড়া তালিকা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারএ প্রতিবছর লক্ষাদিক পরিমাণ মানুষ ভ্রমণ করতে আসে। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য কক্সবাজার জেলার সুনাম ছড়িয়ে আছে। এছাড়াও কক্সবাজার রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং আকর্ষণীয় পর্যটক স্থান।
আসসালামু আলাইকুম আমাদের আরও একটি পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা যারা প্রতি বছর নিয়মিত ভ্রমণ করে আসছেন তারা অনেক সময় ঢাকা থেকে কক্সবাজার এর সময়সূচী ও ভাড়া সম্পর্কে ভুলে যান অথবা আপনাদের জানা থাকে না। তাই আজকের পোস্টটিতে আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী ও ভাড়া তালিকা আশা করি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে।
তো চলুন দেখে নেওয়া যাক: ঢাকা টু কক্সবাজার বাসের ভাড়া তালিকা।
আরও দেখতে পারেন:
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম
ঢাকা থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে
বিশ্বের প্রায় প্রতিটি দেশের জন্য পরিবহনের ব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে। মানুষ প্রতিদিন ভিন্ন উদ্দেশ্যে সারাবিশ্বে একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। বাংলাদেশের সৌন্দর্য প্রবণ জেলা গুলোর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম প্রকৃতি সমুদ্র সৈকত।
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 415 কিলোমিটার। এই লম্বা সফর অর্থাৎ, ঢাকা থেকে কক্সবাজার যেতে 9 ঘন্টা 30 মিনিট লাগবে। রাস্তার জ্যাম-জট অথবা অন্যান্য কোনো সমস্যার কারণে এ সময়ের কিছু তারতম্য হতে পারে। কিন্তু সাধারণত ভাবে এই 415 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য 9 ঘন্টা 30 মিনিট সময় লাগবে।
ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া কত
আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে 415 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যদি আপনি কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য যান তাহলে বিলাসবহুল বাস গুলো অনুসরণ করুন, কেননা বিলাসবহুল বাস গুলো আপনার অনেক দূরত্বের পথ অতি সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে।
ঢাকার বিভিন্ন স্থান হতে কক্সবাজার রুট এর সকল বাসগুলো ছেড়ে থাকে। বেশিরভাগ বাসগুলো সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, মতিঝিল ও আরামবাগ থেকে বাসগুলো কক্সবাজারের দিকে রওনা হয়। সুতরাং প্রতিটি বাসের বাস ভাড়া কত হবে তা জানতে হলে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আপনি জানতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাস ভাড়া কত লাগবে।
গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া:
আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য গ্রীনলাইন বাসে যেতে চান তাহলে নিচের দেওয়া উপায়গুলো সুন্দরভাবে পড়ে এবং বুঝে গ্রীন লাইন বাসের টিকেট ক্রয় করতে পারবেন। তাহলে আপনি অতি সহজেই গ্রীনলাইন বাসএ ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন।
গ্রীন লাইন বাস হলো বাংলাদেশের একমাত্র বিলাসবহুল আরামদায়ক বাস। এই বাসটি দীর্ঘ 30 বছর যাবত যাত্রীদের অনেক সুন্দর হবে সেবা দিয়ে আসছে। এই গ্রীন লাইন পরিবহন 1990 সালে আলহাজ্ব মোঃ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহন প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশের সর্বপ্রথম ডাবল ডেকার বাস এই গ্রীনলাইন নিয়ে এসেছে। তাছাড়াও এ বাসে আরো থাকছে আধুনিক সুবিধা সম্পন্ন এসি, এ বাসের সংযুক্ত রয়েছে স্লিপার বাস এতে শুয়ে থেকেও আপনি যাত্রা করতে পারেন। এই বাসের সিট কোয়ালিটিও অন্যান্য বাসের চেয়ে অনেক আরামদায়ক।
গ্রীন লাইন বাসএ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য দুই ধরনের গ্রীনলাইন বাস রয়েছে। 1 টি হল- গ্রীন লাইন পরিবহন। 2য় টি হল- গ্রীন লাইন পরিবহন (স্লিপার) এই 2টি বাসের ভাড়া তালিকা উল্লেখ করা হলো: গ্রীন লাইন পরিবহন: 1250 টাকা এর মত।
গ্রীন লাইন পরিবহন(স্লিপার): 2500 টাকা। সময়ের পরিপ্রেক্ষিতে ভাড়া কিছু পরিবর্তন হতে পারে।
এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া:
এনা পরিবহন হলো বাংলাদেশের অন্যতম একটি পরিবহন মাধ্যম। এই এনা পরিবহন বাংলাদেশের সকল জেলায় সার্ভিস দিয়ে থাকে। এই এনা পরিবহনের জনপ্রিয়তার মেইন কারণ হচ্ছে তারা অনেক সুন্দর সার্ভিস দিয়ে থাকে। আজকে আপনারা জানতে চলেছেন এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার এর ভাড়া। আপনারা ইচ্ছে করলে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে এনা পরিবহনের টিকিট ক্রয় করতে পারবেন।
আপনি যদি পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন এনা পরিবহনের ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া কত। তো চলুন দেখে নেওয়া যাক এনা পরিবহনে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া। এনা পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে আপনার ভাড়া পড়বে 1200 হতে 1600 টাকা পর্যন্ত ।
সোহাগ পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া:
সোহাগ পরিবহন হচ্ছে বাংলাদেশের উন্নত মানের একটি বাস। এই বাস টিতে রয়েছে এসি, এ বাসে যাত্রীরা যারা যাতায়াত করে তাদের অনেক সুন্দর সার্ভিস দেওয়া হয়। এ বাসে যাতায়াত অনেক আরামদায়ক কেননা বাসের সিট গুলো অনেক নরম ও আরামদায়ক এর।
আপনি যদি সোহাগ পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 1700 টাকা। সময় এর তারতম্যের কারণে এর কিছু কমবেশি হতে পারে।
শেষ কথা: আপনাদের যদি বাসের টিকেট কাটা অথবা ভাড়া সম্পর্কিত কোন তথ্য বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ_