আর্জেন্টিনা ফুটবল খেলার সময়সূচি 2022
আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন তারা অনেক সময়ই খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হন। কেননা আপনারা ম্যাচের আগাম তারিখ এবং বাংলাদেশের সময় অনুযায়ী খেলার নির্ধারিত সময় জানেন না। এ কারণে অনেক সময় খেলা দেখতে পারেন না, তাই আপনাদের উচিত খেলার শুরু হওয়ার আগেই ম্যাচের সময়সূচি গুলো জেনে রাখা।
বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ। এদেশের মানুষ ফুটবলকে অত্যন্ত ভালোবাসে। বাংলাদেশের জাতীয় খেলা হল কাবাডি খেলা। কিন্তু বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি অত্যাধিক বেশি আকর্ষণ। এর মাঝে এদেশের মানুষ আর্জেন্টিনা ফুটবল টিমের খেলা অত্যন্ত বেশি পছন্দ করে যার কারণে আর্জেন্টিনা খেলা কখন হবে তা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচের তারিখ এবং সময় জানতে চায়। কারণ বাংলাদেশের মানুষ প্রিয় দল আর্জেন্টিনার খেলা কখনো মিস করতে চায়না।
তো চলুন দেখে নেয়া যাক 2022 সালে আর্জেন্টিনা ফুটবল খেলার সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।
আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি 2022
2022 সালে আর্জেন্টিনা সবথেকে ব্যস্ততম সিডিউল পার করেছে। এই 2022 সালে তারা কোপা আমেরিকা সহ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছে। এই 2022 সালে আর্জেন্টিনা 12 টির বেশি ম্যাচ খেলেছে। এই আর্জেন্টিনা টিম সামনে আরো কিছু ম্যাচ খেলবে কেননা সামনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচও 2022 সালের কাতার বিশ্বকাপ খেলা রয়েছে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ “সি” থেকে অংশগ্রহণ করবে 2022 সালে ফিফা কাতার বিশ্বকাপে, যে গ্রুপে রয়েছে মোট চারটি দল। যথা ; আর্জেন্টিনা, মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড।
- আর্জেন্টিনা বনাম সৌদি আরব →[ বাংলাদেশ সময়: 22 নভেম্বর., বিকাল 4 টা]
- আর্জেন্টিনা বনাম মেক্সিকো →[ বাংলাদেশ সময়: 26 নভেম্বর., রাত 1 টা]
- আর্জেন্টিনা বনাম পোল্যান্ড →[ বাংলাদেশ সময়: 30 নভেম্বর., রাত 1 টা]
আর্জেন্টিনা বিশ্বকাপ জয়
আর্জেন্টিনা 3 বারের বিশ্বকাপজয়ী একটি টিম,বর্তমান সময়ে ফিফা বিশ্বকাপে তৃতীয় নম্বরে অবস্থান করছে এই টিম । সম্পূর্ণ বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আর্জেন্টিনা টিমের কোটি কোটি দর্শক। কেননা ফুটবলের সৌন্দর্য যাকে বলা হয় তা আর্জেন্টিনা ফুটবল টিমের কাছে থেকেই পাওয়া যায়।
নীল রংয়ের জার্সি গায়ে নিয়ে আর্জেন্টিনার জাতীয় ফুটবল টিম খেলে থাকে। বর্তমানে আর্জেন্টিনা ফুটবল টিম অত্যান্ত ব্যস্ত সময় পার করছে, কিছুদিন আগে তারা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এমনকি 2 জুন 2022 ফাইনালি সীমা ম্যাচে ইউরোর চ্যাম্পিয়ন ইতালিতে 3-0 গলে উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন অর্জন করে এই টিম।
আরো দেখতে পারেন: ফিফা বিশ্বকাপ ২০২২ এর সময় সূচি