schedule

ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া

আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক পোস্টটিতে আছেন। ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ যেতে হলে আপনার যা যা করতে হবে তা সম্পূর্ণ এই পোস্টটিতে পেয়ে যাবেন। ঢাকা থেকে 112 কিলোমিটার পথ ময়মনসিংহ পর্যন্ত এই লম্বা পথটি পাড়ি দেওয়ার জন্য ট্রেনে যাতায়াত করা আপনার জন্য সুবিধাজনক হবে।

আসসালামু আলাইকুম আমাদের আরও একটি পোস্টে আপনাদের স্বাগতম আজকের এই পোস্টটিতে আপনারা জানতে চলেছেন ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কিত সকল তথ্য। তো চলুন দেখে নেওয়া যাক ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া।

আরও দেখতে পারেন:
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া।
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম।

ঢাকা টু ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সর্বমোট দু’ধরনের ট্রেন রয়েছে সেগুলো হলো আন্তঃনগর ট্রেন এবং মেইল এক্সপ্রেস ট্রেন। আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ যেতে চান তাহলে আপনার এই দুইটি টেনে যেকোনো একটি ট্রেন বাছাই করে তার মধ্যে আপনাকে যেতে হবে।

আন্তঃনগর ট্রেন হল অত্যাধুনিক ও আরামদায়ক এটি অত্যন্ত দ্রুতগতিতে ঢাকা থেকে ময়মনসিংহ গিয়ে পৌঁছায়। আন্তঃনগর ট্রেনে আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ যেতে চান তাহলে আপনার একটু খরচ বেশি হবে, আর যদি আপনি মেইল এক্সপ্রেস ট্রেনে যেতে চান তাহলে আপনার খরচ একটু কম হবে।

মেইল এক্সপ্রেস ট্রেন গুলি আন্তঃনগর ট্রেনের মত দ্রুত নয় এছাড়াও এই ট্রেন গুলি সাধারণ পরিষেবা প্রদান করে থাকে। আপনি যদি কম খরচে অর্থাৎ লোকাল ট্রেন খুঁজে থাকেন তাহলে আপনি সহজেই মেইল ট্রেন আসনগুলি নিতে পারেন আর ঢাকা থেকে ময়মনসিংহ প্রতিদিন 6 টি মেইল ট্রেন আসা-যাওয়া করছে। আপনি যদি লোকাল ট্রেন খুঁজে থাকেন তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার রুটে মেইল ট্রেন টি হবে আপনার জন্য।

     ট্রেনের নাম———- ছুটির দিন—- ছাড়ার সময়পৌঁছানোর সময়

ঈশা খান এক্সপ্রেস (40)—→ নাই——–→ 12:00——-→23:00
মহুয়া এক্সপ্রেস (44)——-→ নাই——–→ 17:22——-→21:25
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (48)→ নাই——–→ 15:33——-→19:15
বালাকা কমিউটর(50)—–→ নাই——–→ 13:45——-→17:25
জামালপুর কমিউটর (52)-→ নাই——–→ 07:33——-→11:15
ভাওয়াল এক্সপ্রেস (56)—-→ নাই——–→ 05:30——-→11;45

ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী(আন্তঃনগর)

আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ রুটের সকল ট্রেনের সময়সূচী জেনে থাকা আপনার জন্য প্রয়োজন। পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন তাহলেই আপনি জানতে পারবেন ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী।

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য আপনি বিশেষ কয়েকটি আন্তঃনগর ট্রেন পাবেন তাদের টিকেটের মূল্য লোকাল ট্রেনের চেয়ে বেশি। এই ট্রেনগুলো নির্দিষ্ট সময় ছাড়ে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে গিয়ে পৌঁছায়। তো চলুন দেখে নেয়া যাক আন্তঃনগর ট্রেনের সময়সূচী:

         ট্রেনের নাম———— ছুটির দিন—– ছাড়ার সময়পৌঁছানোর সময়

তিস্তা এক্সপ্রেস(708)———→ সোমবার——-→ 17:07——–→20:25
অগ্নিবীণা এক্সপ্রেস(736)—–→ নাই————-→ 19:15——-→15:00
ব্রক্ষপুত্র এক্সপ্রেস(744)——→ নাই————-→ 09:00——-→12:40
যমুনা এক্সপ্রেস(746)———→ নাই————→ 04:20——–→07:45
হাওড়া এক্সপ্রেস(778)——–→ মঙ্গলবার——-→ 11:00——–→14:15
মোহনগঞ্জ এক্সপ্রেস(790)—-→ সোমবার——-→ 23:00——–→05:00

ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া

আপনি যদি ঢাকা টু ময়মনসিংহ যাতায়াত করতে চান তাহলে আপনার অবশ্যই এ রুটে থাকা ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে হবে।তো চলুন দেখে নেয়া যাক ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ট্রেনের যাতায়াত ভাড়া কত।

ট্রেনের ভাড়া নির্ভর করে আসনের ক্যাটাগরির উপর। আপনি যদি একটু আরাম দায়ক আসন নিতে চান তাহলে আপনার খরচ একটু বেশি হবে আর যদি নরমাল কোন সিট নেন তাহলে আপনার খরচ একটু কম পড়বে। আন্তঃনগর ট্রেনে এসি বগি থাকে, এছাড়াও আন্তঃনগর ট্রেনে থাকছে 7 ক্যাটাগরির সিট। সেগুলো হল: এসি বার্থ, এসি সিট, স্নিগ্ধা, প্রথম বার্থ, প্রথম আসন, শোভন চেয়ার এবং শোভন।

আন্তঃনগর ট্রেন 

আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য আপনার পছন্দের যে কোন সিট টি নিতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংহ আন্তঃনগর ট্রেনের ভাড়া তালিকা তুলে ধরা হলো:

আসনের নাম —– টিকেট মূল্য

♦এসি বার্থ————→483 টাকা
♦এসি সিট————→322 টাকা
♦স্নিগ্ধা—————-→271 টাকা
♦প্রথম বার্থ———–→280 টাকা
♦প্রথম আসন——–→185 টাকা
♦শোভন চেয়ার——-→140 টাকা
♦শোভন————–→120 টাকা

মেইল এক্সপ্রেস ট্রেন

মেইল ট্রেন সাধারণ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এই ট্রেন গুলি মূলত পণ্য বহন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। একারণেই ট্রেনের টিকেটের দাম বেশ সস্তা আপনি যদি কম খরচে ট্রেনের টিকেট খুঁজে থাকেন তাহলে মেইল এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয় করতে পারেন।

আসনের নাম —- টিকেট মূল্য

সুলভ————-→65 টাকা
কম্পিউটার——-→55 টাকা
মেইল————→45 টাকা
সাধারণ———–→35 টাকা

শেষ কথা: আপনার যদি উপরের কোন অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *