ফিফা বিশ্বকাপ ২০২২ এর সময় সূচি
২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করল ফিফা। শুক্রবার রাতে মহাসমারোহে ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের শুরুর দিন, সময় ঘোষণার পাশাপাশি কোন মাঠে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তাও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।
তুলনামূলক কম সময়ের এই বিশ্বকাপে প্রতিদিন কটি করে ম্যাচ হবে, তাও জানিয়েছে ফিফা।সেই সঙ্গে ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিও । আগামী ২১ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর।সব সময় আমরা দেখি সচরাচর মে-জুন মাসে ক্লাব মরশুমের শেষে শুরু হয় বিশ্বকাপ।
কিন্তু এবার কাতারের গরমের কথা ভেবে নভেম্বর-ডিসেম্বরে ক্লাব মরশুমের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা (FIFA) । ভারতীয় ক্রীড়া প্রেমিদের জন্য সুখবর যে এবার বিশ্বকাপের নক আউট স্টেজের খেলা বাদে বেশিরভাগ খেলাই দুপুর সাড়ে তিনটে থেকে শুরু শেষ রাত ৯টায়।
ফিফা বিশ্বকাপ ২০২২ এর সময় সূচি
প্রতিবছরের মতো এবারও বিশ্বের 32 টি দেশ কাতার বিশ্বকাপে অংশ নেবে । ম্যাচের সংখ্যা একই রেখে দিন সংখ্যা কমিয়ে দিয়েছে ফিফা সে ক্ষেত্রে একদিনে চারটে ম্যাচ ফেলেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা । দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় । আর শেষ ম্যাচ শুরু হবে রাত দশটায় ।
কিছু ম্যাচ হবে সন্ধে সাড়ে ৬টায়। গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি হবে রাত সাড়ে ন’টায়। কয়েকটি ম্যাচ অবশ্য শুরু হবে রাত সাড়ে ১২টাতেও। নক-আউট পর্বের খেলাগুলি হবে রাত সাড়ে ৮টা এবং রাত সাড়ে ১২টায়।ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের মধ্যে। প্রথম দিনই নামছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড।
ফুটবল বিশ্বকাপ ২০২২ তালিকা ও গ্রুপ বিন্যাস
গ্রুপ -A : কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ -B : ইংল্যান্ড, আইআর ইরান, ইউএসএ, ইউরো প্লে-অফ
গ্রুপ -C : সৌদি আরব,আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ -D : ডেনমার্ক, ফ্রান্স, আইসি প্লে-অফ,তিউনিশিয়া
গ্রুপ -E : জার্মানি, জাপান, স্পেন, আইসি প্লে-অফ ২
গ্রুপ -F : মরক্কো, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, কানাডা
গ্রুপ -G : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ -H : কোরিয়া রিপাবলিক, পর্তুগাল, ঘানা, উরুগুয়ে
জেনে নিন ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সম্পূর্ণ সূচি
ভারত তথা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর হল অন্যান্য বছরের মতো এবারে সব খেলা দেখার জন্য রাত জাগতে হবে না।কাতারে বিশ্বকাপে অধিকাংশ গ্রুপ পর্বের ম্যাচ দুপুর থেকে সন্ধের মধ্যেই শেষ হয়ে যাবে।
তবে নক-আউট পর্বের কিছু ম্যাচ চলবে মধ্যরাত পর্যন্ত। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচই হবে দুপুর সাড়ে ৩টে।কিছু ম্যাচ হবে সন্ধে সাড়ে ৬টায়। গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি হবে রাত সাড়ে ন’টায়। কয়েকটি ম্যাচ অবশ্য শুরু হবে রাত সাড়ে ১২টাতেও। নক-আউট পর্বের খেলাগুলি হবে রাত সাড়ে ৮টা এবং রাত সাড়ে ১২টায়।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে
২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। দীর্ঘ প্রায় এক মাসের লড়াইয়ের পর বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের মধ্যে। প্রথম দিনই নামছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। আর্জেন্টিনা নামছে বিশ্বকাপের দ্বিতীয় দিন অর্থাৎ অর্থাৎ ২২ নভেম্বর নামছে আর্জেন্টিনা।সৌদির বিরুদ্ধে সেদিন ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় নামবে আর্জেন্টিনা।
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স নামছে ওইদিনই রাত সাড়ে ৯টায়। ব্রাজিল বিশ্বকাপে নামবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। ওই একই দিনে ঘানার বিরুদ্ধে নামবে রোনাল্ডর পর্তুগাল।কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ রাত সাড়ে ৮টায়। বাকি দুটি ম্যাচ রাত সাড়ে ১২টায়। ১৩ এবং ১৪ ডিসেম্বর দুই সেমিফাইনাল। ম্যাচ দুটিই হবে রাত সাড়ে আটটায়।